দৈনিক খবর

শ্বশুরবাড়িতে কে কত বড় মাছ নিয়ে যাবে? চলছে জামাইদের মধ্যে প্রতিযোগিতা

মেলায় রীতি অনুযায়ী শ্বশুরবাড়িতে সবচেয়ে বড় মাছ কিনে নিয়ে যেতে চলছে জামাইদের নীরব প্রতিযোগিতা। বগুড়ায় চলছে ঐতিহাসিক পোড়াদহ মাছের মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ মেলায় বিশাল আকৃতির মাছ নিয়ে এসেছেন বিক্রেতারা।

বসন্তের হাওয়ায় বসেছে এবারের পোড়াদহ মাছের মেলা। ক’রোনার কারণে গেল তিন বছর বগুড়ার গাবতলী উপজেলার ঐতিহাসিক এ মেলা আয়োজনে ছিল নি’ষেধাজ্ঞা। তবে এ বছর মেলা ফিরেছে স্বরূপে। আয়োজকরা বলেন, ক’রোনার কারণে গত তিন বছর মেলা আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবার মেলায় বেচাকেনা ভালো হচ্ছে।

সংগৃহীত ছবি

নদীর তাজা মাছ ছাড়াও রয়েছে বিভিন্ন সামুদ্রিক হিমায়িত মাছ। এবার কোনোরকম বিধিনি’ষেধ ছাড়া মেলা আয়োজিত হওয়ায় খুশি বিক্রেতারা। ভালো কেনাবেচার আশা করছেন তারা। বগুড়া ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে বিক্রেতারা এসেছেন বিভিন্ন ওজনের বড় বড় মাছ নিয়ে। মেলার রীতি অনুযায়ী, শ্বশুরবাড়িতে কে কত বড় মাছ হাতে ঢুকবেন, চলছে সেই নীরব প্রতিযোগিতা। মেলায় বড় আকারের মাছ কিনছেন এলাকার জামাইরা।ক্রেতারা বলেন, চাহিদা অনুযায়ী বিভিন্ন ওজনের মাছ কেনাবেচা চলছে। তবে দাম তুলনামূলক বেশি।

এদিকে, বিলুপ্তপ্রায় মাছ হিসেবে বাঘাইড় ধরায় সরকারি নি’ষেধাজ্ঞায় মেলার মূল আকর্ষণ কিছুটা ব্যাহত হয়েছে। মেলায় কাতল, আইড়, গুজিয়া, সিলভার কার্প ছাড়াও রয়েছে বিশালাকারের চিতল, পাঙাশ আর বোয়াল। এসব দেশি মাছে আগ্রহ বেশি ক্রেতা ও দর্শনার্থীদের।

Related Articles

Back to top button