দৈনিক খবর

টিকিটের দাম কমতেই ‘পাঠান’ দেখতে চান শাহরুখ, সাথে চান ফ্রি পপকর্ন

দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেই ঝড় তুলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘পাঠান’। মুক্তির পর থেকে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি।

টানা ২১ দিন ধরে টানা দুর্দান্ত ব্যবসা করে চলেছে ‘পাঠান। বিশ্বজুড়ে এপর্যন্ত সিনেমাটি প্রায় ৯৬৩ কোটি টাকা রুপি সংগ্রহ করেছে। দেশের বাজারেও বাড়ছে ব্যবসার পরিমাণ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) যশ রাজ ফিল্মস-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ঘোষণা করা হল ‘পাঠান দিবস’ উদযাপনের কথা। সেই পোস্টে পাঠানের একটি পোস্টার পোস্ট করা হয়েছে। পোস্টারের ওপর লেখা, ‘এই শুক্রবার পাঠান ডে।’

ক্যাপশনে লেখা হয়, ‘পাঠান দিবস আসছে। দেশজুড়ে ইতিমধ্যেই পাঠান ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে। এই শুক্রবার আমাদের সঙ্গে এসে উদযাপন করুন। ভারতজুড়ে মাত্র ১১০ টাকায় বুক করুন আপনার টিকিট।’

আর এর পরেই এই দিবস উদযাপনে নিজের ছবি দেখার ইচ্ছে পোষণ করেন অভিনেতা নিজেই। সম্প্রতি টুইটারে ভক্তদের সাথে কথোপকথনের সময় শাহরুখ বলেছিলেন তিনি পাঠান দেখার পাশাপাশি ফ্রি পপকর্ন খেতে চান।

টুইটারে ভক্তদের সাথে কথোপকথনের সিজনে একজন ভক্ত পাঠানের টিকিটের মুল্য হ্রাসের খবরটি টুইট করে লিখেছেন, ‘১৭ ফেব্রুয়ারি পাঠানের সব শো মাত্র ১১০ রুপি!’ এরপর সেই টুইটে শাহরুখ,

দীপিকা এবং জন আব্রাহামকেও ট্যাগ করেছেন তিনি। পাশাপাশি শাহরুখ সেই ভক্তের টুইটের উত্তরে লিখেছেন, “ওহ, এখন আমাকে এটি আবার দেখতে হবে! আপনি কি বিনামূল্যে কিছু পপকর্নের ব্যবস্থা করতে পারবেন?”

উল্লেখ্য, শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমায় আরো রয়েছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, আশুতোষ রানা এবং ডিম্পল কাপাডিয়া। সিনেমাটিতে সালমান খানের একটি বিশেষ ক্যামিও রয়েছে।

দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় অ্যাকশন করেছেন এ দুই মেগাস্টার। তাই বক্স অফিসেও আগুন লাগিয়েছে ‘পাঠান’। ইতিমধ্যে এক হাজার কোটির কাছাকাছি আয় করে নিয়েছে সিনেমাটি। এখন দেখার বিষয়, পাঠান ঝড় কোথায় গিয়ে থামে! এমন দুর্দান্ত ব্ক্স অফিস আয় করে ‘পাঠান’ যেন নতুন করে স্বপ্ন দেখাচ্ছে গোটা বলিউডকে। সূত্র: হিন্দুস্তান টাইমস

Related Articles

Back to top button