দৈনিক খবর

আপনারা বাংলা সিনেমা না দেখলে গ্রামে গিয়ে হালচাষ করব : শুভ

সম্প্রতি ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে তার ওয়েব ফিল্ম ‘উনিশ২০’। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এ সিনেমায় অভিনেত্রী আফসান আরা বিন্দুর সঙ্গে জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার এ সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ।

ওয়েব ফিল্মটি মুক্তির আগে থেকেই প্রচারণায় ব্যস্ত আরিফিন শুভ। সেই ব্যস্ততা রয়েছে মুক্তির পরও। সেই ধারাবাহিকতায় বুধবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যান শুভ। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করেন, এ ফিল্মে তার কাজের নানা অভিজ্ঞতা।

এসময় উপস্তিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরিফিন শুভ বলেন, ‘আপনারা বাংলা সিনেমা না দেখলে আমাদের গ্রামে চলে যেতে হবে। এরপর সেখানে গিয়ে হালচাষ করব। এখন দেশি কন্টেন্টের স্বর্ণযুগ চলছে। অনেক ভালো ভালো সিনেমা, নাটক, ওয়েব সিরিজ আসছে। ভালো ভালো কাজ হচ্ছে। দর্শকদের এখন এগিয়ে আসতে হবে। আপনারা হলে আসুন, বাংলা সিনেমা দেখুন। অনলাইন প্লাটফর্মগুলোতেও এখন সিনেমা রিলিজ হচ্ছে। আপনারা ঘরে বসেও এখন সিনেমা-ওয়েব সিরিজ দেখতে পারবেন।’

অভিনেতা শুভ আরও বলেন, ‘আমার ক্যারিয়ারের অন্যতম সিনেমা ‘ছুঁয়ে দিল মন’ সবারই ভালো লেগেছিল। দর্শকপ্রিয়তায় অন্যতম ওই সিনেমা ভালোবাসার গল্পনির্ভর ছিল। ‘ছুঁয়ে দিল মন’ -এর পর ‘উনিশ২০’ আমার সবচেয়ে ভালোলাগার রোমান্টিক সিনেমা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সিক্স প্যাক বডি দেখতে চাইলে হলে গিয়ে ‘ব্ল্যাক ওয়্যার’ সিনেমাটি দেখুন। এখনও হলে চলছে। আর ভালোবাসা দিবসে নতুন নতুন প্রেমের গল্প দেখতে চাইলে বাসায় বসে ‘উনিশ২০’ দেখুন।’

‘উনিশ২০’ সিনেমাটি ১৩ ফেব্রুয়ারি রাত ৮টায় মুক্তি পেয়েছে। এখানে শুভ-বিন্দু ছাড়াও অভিনয় করেছেন, ইন্তেখাব দিনার ও তানিয়া আহমেদসহ আরও অনেকেই।

Related Articles

Back to top button