দৈনিক খবর

বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্বেচ্ছাসেবায় গরবো দেশ, সম্ভাবনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (৮ এপ্রিল) রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের প্রধান স্বেচ্ছাসেবক এডভোকেট আবু বকর সিদ্দিক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসর প্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) মো: রেজাউল করিম, ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তরা বলেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন করোনা কালীন সময় থেকে দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করা যাচ্ছে। ভবিষ্যতে দেশের যে কোনো দুর্যোগে অগ্রণী ভূমিকা পালন করবে।

বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের অতিরিক্ত প্রধান স্বেচ্ছাসেবক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের বর্ষসেরা ২৫ স্বেচ্ছাসেবককে ভলান্টিয়ার স্টার এওয়ার্ড প্রদান করা হয়।

Related Articles

Back to top button