দৈনিক খবর

জাতীয় গোয়েন্দা সংস্থা ভয়াবহ রকমের কান্ড কি ভাবে ঘটালো,ওরা জেনেবুঝেই করেছে:জুলকারনাইন

সম্প্রতি বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থা একটি ভিডিও প্রকাশ করেছে। আর এই ভিডিও নিয়ে এখন সুশীল এবং সাংবাদিক মহলে দেখা দিয়েছে নানা ধরনের আলোচনা সমালোচনা। এবার এ নিয়ে একটি বিশেষ লেখনী লিখেছেন জার্নালিস্ট জুলকারনাইন সায়ের। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-

বাংলাদেশের জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা —এনএসআই সম্প্রতি প্রায় ১৪ মিনিটের একটি পরিচিতিমূলক ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি সংস্থাটির নিজস্ব তত্বাবধানেই নির্মাণ করা হয়েছে। সম্ভবত এই প্রথম বাংলাদেশের কোন গোয়েন্দা সংস্থা নিজ কর্মকান্ড তুলে ধরে পাবলিক ডোমেইনে তা প্রকাশ করলো।

ভিডিওটিতে এনএসআই’কে বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সাথে তুলনা করা হলেও, গোয়েন্দাবৃত্তির সবচাইতে ব্যাসিক এবং মূলনীতিই একরকমের উপেক্ষা করা হয়েছে আর তা হলো পুরো ভিডিওটিকে তারা নিজেদের কমপক্ষে ১০০ সদস্যের চেহারা উন্মোচিত করে দিয়েছে। এছাড়াও এনএসআই সদর দপ্তরের অপস রুম, মনিটরিং সেল এমনকি এনএসআই ব্যবহৃত স্পাইওয়্যার পর্যন্ত তারা প্রকাশ করেছে।

সংস্থাটি কি জেনেবুঝে এই কাজ করেছে? কি ভয়াবহ রকমের লেইম হলে একটা গোয়েন্দা সংস্থা এ ধরনের কান্ড ঘটাতে পারে?

প্রসঙ্গত, এ দিকে দেশের জাতীয় গোয়েন্দা সংস্থা একটি দায়িত্বশীল মাধ্যম হয়েও কেন এ ধরনের ঘটনা ঘটালো তা নিয়ে চারিদিকে শুরু হয়েছে নানা ধরনের সংশয়। সকলেই করছেন এর বিরোধিতা এবং সমালোচনা।

Related Articles

Back to top button