দৈনিক খবর

কিছুদিন আগে আমাকে ফোন করে জানায়, আমার ভাস্কর্যের কাজ প্রায় শেষ : হিরো আলম

হিরো আলমের একটি ভাস্কর্য তৈরির উদ্যোগ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের এক শিক্ষার্থী। ভাস্কর্য নির্মাণের বিষয়টি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল সেই সময়। এর আগে ভাস্কর্যের কাজ সম্পন্ন ছিল না। তবে এখন এর কাজ অনেকটাই শেষ বলে জানালেন হিরো আলম।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ফেসবুক ভেরিফায়েড পেজে ভাস্কর্যের সঙ্গে নিজের তোলা একটি পুরনো ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হল আমার ভাস্কর্য।’

এ বিষয়ে হিরো আলম বলেন, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আমার একটি ভাস্কর্য তৈরির উদ্যোগ নিয়েছিল। তখন ভাস্কর্যের কাজ সম্পন্ন ছিল না। কিছুদিন আগে সে আমাকে ফোন করে জানায়, এর কাজ প্রায় শেষ। আমাকে ভাস্কর্যটি বুঝিয়ে দিতে চেয়েছেন সেই শিক্ষার্থী। কিন্তু তার ফোন নম্বর খুঁজে পাচ্ছি না। এখন ভাস্কর্য নেয়ার অপেক্ষায় আছি।

উল্লেখ্য, এর আগে ভাস্কর্যটি নির্মাণ শুরু করেছিলেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী উত্তম কুমার। তিনি ঢাবির জগন্নাথ হলের আবাসিক ছাত্র।

Related Articles

Back to top button