দৈনিক খবর

দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড তেঁতুলিয়ায়

এবার ঠান্ডা বাতাস আর হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশের উত্তরের জেলাগুলো। এরই মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। আজ সোমবার ৯ জানুয়ারি সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাত ডিগ্রি সেলিসিয়াস। এর আগে গতকাল রবিবার ৮ জানুয়ারি দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোর ও চুয়াডাঙ্গায় সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।

আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, যা দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ, চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অপরদিকে অনেকদিন পর এমন শীতের মুখোমুখি হওয়া ঢাকাবাসী সোমবার খানিকটা স্বস্তি পেয়েছে। টানা কয়েকদিন পর রোদ ঝলমলে আকাশ দেখেছে নগরবাসী। গত সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকা রাজধানীতে দুপুরের পর মিলেছে রোদের দেখা।

Related Articles

Back to top button