খেলাধুলাদৈনিক খবর

অভিনন্দন স্বামী, হরেকৃষ্ণ: লিটনের স্ত্রী সঞ্চিতা

এবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি ২০তে বুধবার ১৮ বলে ৫০ রান করেন লিটন দাস, যা দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি ২০ ম্যাচে আক্ষেপ তাকে স্পর্শ করার আগে নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়।

মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি করে টি ২০তে এখন বাংলাদেশের দ্রুততম তিনি। দ্রুততম সেঞ্চুরির পথে হাঁটছিলেন। ৪১ বলে ৮৩ রানে থেমে যাওয়ায় হতাশায় পুড়তে হয় এই ডান-হাতি ব্যাটারকে। লিটনের সঙ্গে দারুণ এক রেকর্ডের সাক্ষী হয়েছেন রনি তালুকদার।

এ দুই ওপেনার বাংলাদেশের হয়ে গড়েছেন নিজেদের দ্রুততম অর্ধশত ও শতরানের রেকর্ড। ২১ বলে ফিফটি স্পর্শ করে বাংলাদেশ। ৪৩ বলে ১০০। লিটন ও রনি ওপেনিং জুটিতে গড়েছেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি (১২৪)।

এদিকে মাত্র ১৮ বলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অর্ধশত রান করার পর লিটনকে অভিনন্দন জানান স্ত্রী সঞ্চিতা। ফেসবুক পোস্টে লিটনের স্ত্রী লেখেন, ‘অভিনন্দন স্বামী। হরেকৃষ্ণ।’ সেইসঙ্গে চুম্বন এবং নমস্কারের ইমোজিও পোস্ট করেন লিটনের স্ত্রী।

Related Articles

Back to top button