দৈনিক খবর

আজ সাকিবের সামনে মাইলফলক ছোঁয়ার সুযোগ

সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার ধরা হয়। বর্তমানে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এক নম্বরে অবস্থান করা সাকিবের সামনে একটি মাইলফলক ছোঁয়ার সুযোগ রয়েছে আজ শুক্রবার (১মার্চ)

সাকিব আল হাসানের ২০০৬ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। জাতীয় দলের জার্সি গায়ে অভিষেকের পরই নিজের জাত চিনিয়ে যাচ্ছেন সাকিব। ১৮ বছর ধরে বাংলাদেশকে সার্ভিস দেয়া সাকিবের সামনে আজ ৩০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার সুযোগ রয়েছে।

বল হাতে আর ৫ উইকেট নিলে প্রথম বাংলাদেশি হিসেবে ৩০০ ওয়ানডে উইকেটের মালিক হবেন সাকিব। সব মিলিয়ে মাত্র ১৩ বোলার ওয়ানডেতে ৩০০ বা তার বেশি উইকেট শিকার করেছেন। ২৯৫ উইকেট নিয়ে সাকিব ওয়ানডেতে ১৪তম সর্বোচ্চ উইকেটের মালিক।

এদিকে সিরিজের প্রথম ওয়ানডেতে লড়াই করেও শেষ সময়ে ইংল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। তাই আজ (শুক্রবার) দ্বিতীয় ওয়ানডেটি টাইগারদের জন্য পরিণত হয়েছে বাঁচামরার লড়াইয়ে।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি তামিম। অর্থাৎ ইংল্যান্ড প্রথমে ব্যাট করবে।

Related Articles

Back to top button