দৈনিক খবর

ভয়াভহ হেলিকপ্টার দুর্ঘটনা, প্রাণ গেল যত জনের

গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে যুক্তরাষ্ট্রের হান্টসভিল শহরের কাছে ভেঙে পড়ে একটি সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টার। এ ঘটনায় দুইজনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। একই সঙ্গে দুর্ঘটনার আসল কারণ উদ্ঘাটনে রীতিমতো কাজ করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

টেনেসি ন্যাশনাল গার্ডের এক বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি টেনেসি ন্যাশনাল গার্ডের। এটি একটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল। প্রশিক্ষণ চলাকালীন হান্টসভিল শহরের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ইউনাইটেড স্টেটস ন্যাশনাল গার্ড হল একটি রাষ্ট্র-ভিত্তিক সামরিক বাহিনী যা মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি রিজার্ভের অংশ। এই বাহিনীগুলোকে জরুরী ফেডারেল মিশনের জন্য সক্রিয় করা হয়েছে।

টেনেসি সামরিক বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ওয়ার্নার রস এক বিবৃতিতে বলেছেন, “হেলিকপ্টার দুর্ঘটনায় টেনেসি ন্যাশনাল গার্ডের দুই সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং এই হৃদয়বিদারক ঘটনায় তাদের পরিবারের প্রতি আমাদের প্রার্থনা ও গভীর সমবেদনা জানাচ্ছি। ”

এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গেছে। তবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই হেলিকপ্টারটি ভেঙে পড়েছে।

Related Articles

Back to top button