খেলাধুলাদৈনিক খবর

সাকিবের থেকে শেখার আছে তরুণদের: নান্নু

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। যে কারণে এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কোনো ম্যাচেই দেখা যাবে না এই অলরাউন্ডারকে। আইপিএলে না যাওয়ায় এ সময়ে সাকিব খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। আর ডিপিএলে খেললে তরুণ ক্রিকেটাররা সাকিবের থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করবে এমনটাই বিশ্বাস মিনহাজুল আবেদিন নান্নুর।

আজ মঙ্গলবার বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ চলকালীন সময়ে গণমাধ্যমেে মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাচক। নান্নু বলছিলেন, ‘অবশ্য অনেকদিন পরপর ডিপিএল খেলে থাকে, তবে তরুণ ক্রিকেটারদের জন্য কিন্তু বিরাট ব্যাপার। সাকিবের সাথে ড্রেসিংরুম শেয়ার করা, অভিজ্ঞতা শেয়ার করা। এটাই অনেক কিছুই শেখার আছে এবং আমার মনে হয় এই অভিজ্ঞতা তরুণরা কাজে লাগাতে পারলে সামনের দিকে ওদেরই অনেক উপকার হবে।’

নান্নু যোগ করেন, ‘সেরা খেলোয়াড়কে সাথে পাওয়া, কাছ থেকে পাওয়া এটা একটি বিরাট ব্যাপার। খেলবে, অফ দ্য ফিল্ডে থাকবে এখানেও অনেক শেখার আছে। ড্রেসিংরুম শেয়ার করেনি, এখানেও শেখার আছে। আমার বিশ্বাস যারা ওর থেকে অভিজ্ঞতা নিতে পারবে, তারা নিজেদেরকে আরো উন্নতি করার জন্য সুযোগ পাবে।’

Related Articles

Back to top button