দৈনিক খবর

আইসিসির বর্ষসেরা ‘আদর্শ খেলোয়াড়’ নেপালের আসিফ

এবার আইসিসির বর্ষসেরা ‘আদর্শ খেলোয়াড়’ নির্বাচিত হয়েছেন নেপালের উইকেটরক্ষক-ব্যাটার আসিফ শেখ। ম্যাচে স্পোর্টসম্যানশিপ চেতনা সমুন্নত রাখায় তাকে স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দিচ্ছে আইসিসি। আজ বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তার নাম জানায়। গত ফেব্রুয়ারিতে ওমানে চারদেশীয় সিরিজে আয়ারল্যান্ড ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রেইনকে রানআউট না করায় প্রথম নেপালি খেলোয়াড় হিসেবে এই সম্মাননা অর্জন করলেন তিনি।

সেই ম্যাচে ১৯তম ওভারের তৃতীয় বলে রান নেয়ার চেষ্টা করেছিলেন মার্ক অ্যাডাইর। ননস্ট্রাইকে থাকা ব্যাটার ম্যাকব্রেইন তার ডাকে সাড়া দিলেও বোলার কামাল সিং-এর ধাক্কায় ছিটকে পড়ে যান। কামাল বল তুলে উইকেটরক্ষক আসিফের দিকে ছোঁড়েন।

এদিকে ম্যাকব্রেইনকে আউট করার পর্যাপ্ত সময় পেয়েছিলেন আসিফ। কিন্তু স্টাম্প এলোমেলো না করে আইরিশ ব্যাটারকে ক্রিজে টিকে থাকার সুযোগ দেন। ম্যাচে আইরিশদের কাছে ১৭ রানে হেরে যায় নেপাল। কিন্তু প্রশংসিত হয় আসিফের স্পোর্টসম্যানশিপ।

Related Articles

Back to top button