দৈনিক খবর

ডোনাল্ড লুর সঙ্গে সমঝোতা হয়ে থাকলে রাষ্ট্রপতি হিসেবে অপ্রত্যাশিত একটি নাম আসবে,যে আ.লীগকে নির্বাচনে জেতাবে:মাহবুব

বাংলাদেশে এখন একটি বিষয় নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে। আর সেই বিষয়টি হলো কে হতে যাচ্ছে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। এ নিয়ে এখন সাড়া দেশে আলোচনার শেষ নেই। এ দিকে এবার এ নিয়ে একটি বিশেষ লেখনী লিখেছেন বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক মাহবুব মোর্শেদ। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-

আওয়ামী লীগ যদি মনে করে, শেষ পর্যন্ত নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতেই হবে তবে তারা দলের ভেতর থেকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও বিশ্বস্ত কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করবে ব্যাকআপ হিসেবে। যেমন ওবায়দুল কাদের।

আর তারা যদি মনে করে, দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে পারবে তবে মসিউর রহমান, শিরীন শারমিন চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আনিসুল হক ও বিচারপতি খায়রুল হকের মধ্যে যে কেউ রাষ্ট্রপতি হতে পারেন। আগাগোড়া আওয়ামী লীগের লোক হলেও দলে এনাদের অবস্থান বেশ দুর্বল। সংকট তৈরি হলে শক্ত পদক্ষেপ নিতে পারবেন কি না স্পষ্ট নয়।

তবে, ডোনাল্ড লুর সঙ্গে সমঝোতা হয়ে থাকলে অপ্রত্যাশিত কোনো নাম সামনে আসবে।আপাত নিরপেক্ষ অথচ ভেতরে ভেতরে আওয়ামীপন্থী কোনো ব্যক্তি হয়তো রাষ্ট্রপতি হয়ে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে বিজয়ী করে আনবেন।

প্রসঙ্গত, এ দিকে আওয়ামীলীগ থেকে এখনো রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বলা হয়নি জোরদার তেমন কিছুই। তবে বেশ কয়েকটি নাম সামনে আসছে যাদের সম্ভাবনা রয়েছে রাষ্ট্রপতির নির্বাচনের দৌড়ে এগিয়ে থাকা।

Related Articles

Back to top button