দৈনিক খবর

মাশরাফি লিজেন্ড, তার সাথে তুলনীয় কেউ নেই: আমির

আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য বিপিএল ছেড়ে দেশে ফিরতে হচ্ছে আমির ও ইমাদকে। তাদেরকে সিলেট মিস করবে বলে জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিপিএলের এবারের আসরে সিলেটের হয়ে ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সবচেয়ে বেশি উইকেট নেয়ার বোলারদের তালিকায় দুইয়ে আছেন আমির। চোখে পড়ার মতো ৬.১৩ ইকনোমি রেটে প্রতিপক্ষের ব্যাটারদের আটকে রেখেছেন পাকিস্তানের বাঁহাতি এই পেসার।

এদিকে আমিরের মতো বল হাতে মিতব্যয়ী ছিলেন ইমাদও। ১১ ম্যাচ খেলা বাঁহাতি এই স্পিনার ৫.১১ ইকনোমি রেটে নিয়েছেন ১২ উইকেট। পয়েন্ট টেবিলে সিলেটের দাপটের পেছনে তাদের অবদান যে অনস্বীকার্য তা বলার অপেক্ষা রাখে না। রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ ম্যাচে হারের উদাহরণ টেনে তাদের কার্যকারীতা জানালেন সিলেটের অধিনায়ক।

আজ ম্যাচ শেষে তাদের দুজনকে নিয়ে মাশরাফি বলেন, ‘এটা আসলে কঠিন (আমির-ইমাদকে ছাড়া খেলা)। কারণ বোলার হিসেবে ইমাদ এবং আমির খুবই ভালো। নিশ্চিতভাবেই আমরা তাদের মিস করবো। তাদের ছাড়া আমরা সবশেষ ম্যাচে ধুঁকেছি। পিএসএল শুরু হতে যাচ্ছে যে কারণে তাদের জন্যও কঠিন (বিপিএলে থাকা)। তাদের এগিয়ে যেতে হবে এবং এটা মোকাবেলা করার চেষ্টা করতে হবে।’

এদিকে তিনি চলে গেলেও ভালো ব্যাকআপ আছে বলে মনে করেন আমির। তিনি বলেন, ‘আমাদের ভালো ব্যাকআপ আছে। আমি চলে গেলেও বাকিরা ভালো করবে।’ এদিকে মাশরাফিতে মুগ্ধ আমির, তার চোখে সিলেট অধিনায়ক কিংবদন্তি। এবং তার সঙ্গে তুলনা করার মতো ক্রিকেটার বাংলাদেশে নেই। আমির বলেন, ‘তিনি কিংবদন্তি। একটি শব্দই বলা যায়, তিনি কিংবদন্তি। এখানে, বাংলাদেশে আমার মনে হয় মাশরাফির তুলনীয় কেউ নেই।’

Related Articles

Back to top button