opinionদৈনিক খবর

এই সংবাদটির মূল কারিগর স্থানীয় মন্ত্রী এনামুল সাহেবের সবচেয়ে কাছের লোক:আশরাফুল

বাংলাদেশে যখন মহামারী ছড়িয়ে পরে তখন দেশে দেখা দিয়েছিলো নানা বিষয়ে অস্থিরতা। আর সেই সময়ে অনেক হৃদয়বিদারক বিষয় এসেছিলো মানুষের সামনে যা নাড়িয়ে দিয়েছিলো মানুষের মন। তেমনই একটি ঘটনা ছিল নিজের মাথার চুল বিক্রি করে সন্তানের জন্য দুধ কেনা। এবার এ নিয়ে একটি বিশেষ লেখনী প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-

মহামারীরর সময়কার ঘটনা। হঠাৎ করেই এক সন্ধ্যায় বেশ কয়েকটি টিভি এবং পত্রিকার অনলাইনে একটি সংবাদ দেখলাম।”ত্রান না পেয়ে বাচ্চার খাবার কিনতে চুল বিক্রি করলেন এক নারী।” সবার সংবাদের ধরণ একই রকম।আরেকটি বাসন্তী বানানোর কাহিনী, এই ঘটনাও ছিল সাভারের। সাথে সাথেই ওখানকার এসি ল্যান্ড ছোট ভাই মাহফুজ পুলককে ফোন করলাম।সে কিছু তথ্য দিলো এবং জানালো,যিনি এই সংবাদটির মূল কারিগর তিনি স্থানীয় মন্ত্রী এনামুল সাহেবের সবচেয়ে কাছের লোক।

পুলকের তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার সাবেক এসপি, বর্তমানে পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিব ভাইকে ফোন দিলাম। তিনি জানালেন, সাভারের ওই বেদে পল্লীতে মহিলাদের একটি পেশা হচ্ছে মাথার চুল বিক্রি করা।গুগোল সার্চ দিয়ে মিডিয়াতে কিছু ফিচারও পেলাম। এরপর ওখানকার মেয়রের ছেলে, যুবলীগ নেতা তুহিন ভাই ও আওয়ামী লীগ নেতা মাসুদ চৌধুরী ভাইকে ফোন দিলাম। তারা ওই বাসায় গেলেন, ওই ভদ্র মহিলার সাথে কথা বললেন। আমিও তাদের মাধ্যমে ভিডিও কলে কথা বললাম। যা বুঝলাম, তাদের অভাব আছে, এখানে ত্রানের কোন কাহিনী নেই, বাচ্চার দুধের জন্যও তিনি চুল বিক্রি করেননি।

মিডিয়ার স্থানীয় সিন্ডিকেট “অভাব – বাচ্চা – দুধ” এই শব্দগুলো কেটে, জোড়া লাগিয়ে আরেকটি বাসন্তী তৈরী করতে চেয়েছিলো। যেসব মিডিয়া এই সংবাদটি করেছিল, তাদেরকে আসল সত্যটি জানালাম। তারা পরদিন প্রকৃত সত্য টা তুলে আনলো।আগের একটি নিউজ করে, পরের দিন উল্টা নিউজ করাই মিডিয়ার জন্য লজ্জার।

প্রসঙ্গত, সম্প্রতি দেশে সাংবাদিকতা নিয়ে তৈরী হয়েছে বেশ অস্থিরতা।বিশেষ করে প্রথম আলোর এক সাংবাদিকের করা একটি প্রতিবেদন নিয়ে সারা দেশে দেখা দিয়েছে নানা ধরনের অস্থিরতা আর উদ্বেগ। জানা গেছে ইতিমধ্যে সেই সাংবাদিককে করা হয়েছে গ্রেফতার। আর সেই প্রসঙ্গেই দেয়া হয়েছে এই স্ট্যাটাস বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Back to top button