দৈনিক খবর

অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে তরুণীর মৃ”ত্যু!

স্থানীয় হোটেল থেকে অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে ২০ বছর বয়সী এক তরুণীর মৃ;;ত্যু হয়েছে। ভারতের কেরালায় এ ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে রাজ্যটির কাসারগড় জেলায় হাসপাতালে ওই তরুণীর মৃ;ত্যু হয়।

ওই তরুণীর নাম অঞ্জু শ্রী পার্বতী। গত ৩১ ডিসেম্বর স্থানীয় হোটেল রোমানসিয়া থেকে অনলাইনে অর্ডার করে কুঝিমন্তী নামের বিরিয়ানি এনে খেয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, এরপর অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর সেখানেই তার মৃ;;ত্যু হয়।
হাসপাতালে মা;রা যাওয়ার পর তরুণীর মা-বাবা থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই একটি মা;ম;লা হয়েছে।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ঘটনার বিষয়ে প্রতিবেদন জমা দিতে ফুড সেফটি কমিশনারকে নির্দেশ দেয়া হয়েছে। মে

য়েটির চিকিৎসার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রী জানান, হোটেল থেকে আনা খাবারের বিষক্রিয়ায় মৃ;ত্যু;র ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হোটেলটির লাইসেন্স বাতিল করা হবে।

Related Articles

Back to top button