দৈনিক খবর

ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত ও ৯ জনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশিরা

সেনাবাহিনীর নেতৃত্বাধীন বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল তুরস্কে ভূমিকম্পের ধ্বংসস্তূপে অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করেছে। গত তিন দিনে ভূমিকম্পে বিধ্বস্ত ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা নয়জনের মরদেহ ও একজনকে জীবিত উদ্ধার করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সূত্র জানায়, রোববার পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে চারজন নারী ও একজন পুরুষ।

গত বুধবার রাতে ঢাকা থেকে যাওয়া ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল, সেনাবাহিনীর উদ্ধারকারী দলসহ মোট ৬১ জনের একটি দল তুরস্কের আদানায় পৌঁছায়। সেখান থেকে তারা ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত আদিয়ামানে যায়।

উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ।

১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল। এরপর ১৯৯৯ সালে দেশটির ডুজসে অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষ মারা যায়।

Related Articles

Back to top button