দৈনিক খবরসারাদেশ

বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে এক জেলের বড়শিতে ২৫ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। মাছটি ২৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। রোববার (২৭ মার্চ) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ-সংলগ্ন ঘোলার চর এলাকার জেলে আবুল ফয়েজের বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে তিনি শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার মৎস্যব্যবসায়ী মোহাম্মদ জলালের কাছে মাছটি বিক্রি করেন।

জেলে আবুল ফয়েজ বলেন, প্রায় ছয় বছর ধরে নাফ নদে নৌকা নিয়ে মাছ ধরা নিষেধ। তাই সকালে বড়শি ফেলেন। ২০ মিনিট অপেক্ষার পর বড়শিতে মাছ আটকা পড়ে। মাছ তুলে আনতে অন্য একজন সহায়তা করেন। তিনি আরও বলেন, কয়েক দিন ধরেই নাফ নদে জেলেদের বড়শিতে বড় বড় কোরাল মাছ ধরা পড়ছে। আমার বড়শিতে ধরা পড়া মাছটির ওজন ২৫ কেজি ২০০ গ্রাম। পরে মাছটি ৯৫০ টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় বিক্রি করেছি। সেটি কিনেন মাছ ব্যবসায়ী মোহাম্মদ জালাল। মাছটি দেখতে স্থানীয় লোকজন ঘোলার চরে ভিড় করেন।

মোহাম্মদ জালাল বলেন, পরে আমি মাছটি বিক্রির জন্য টেকনাফ পৌরসভার মাছ বাজারে নিয়ে যাই। ভাই ভাই ফিশিং আড়তের মালিক মোহাম্মদ আমিনের কাছে এক হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার টাকায় বিক্রি করেছি। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। এই নদের মাছ খুবই সুস্বাদু।

Related Articles

Back to top button