দৈনিক খবর

হাতের চিকিৎসা করাতে গিয়ে খোয়ালেন কিডনি!

ভাঙা হাতের চিকিৎসা নিতে গিয়ে কিডনি খুইয়েছেন বলে দাবি করেছেন খসরু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি। আদালত তার অভিযোগ আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশনা দিয়েছেন। তবে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ বলছেন এ ধরনের কোনও ঘটনা ঘটার সম্ভাবনাই নেই। শুক্রবার (৩ মার্চ) আদালতের নির্দেশে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলাটি মামলা রেকর্ড করা হয়।

সিলেটের কানাইঘাটের ছয় সন্তানের জনক দিনমজুর খছরু মিয়া। গাছ থেকে পড়ে কুনই ভেঙে গেলে গত বছরের ১৮ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সিলেটের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। খছরু অভিযোগ করেন, ১৭ নভেম্বর সকালে চিকিৎসকেরা তার বাম হাতে অস্ত্রোপচার শেষে বাম দিকের কিডনি বের করে নেন। জ্ঞান ফিরলে খছরু মিয়া বাম হাতের পাশাপাশি বাম দিকের কিডনির পাশে অস্ত্রোপচারের চিহ্ন দেখতে পান।

এ সময় তার স্বজনরা বিষয়টি জানতে চাইলে চিকিৎসকেরা কোনও সদুত্তর দিতে পারেননি। গত ১ মার্চ সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী। নিজের দাবির পক্ষে উপজেলা পর্যায়ের একটি ডায়াগনস্টিক সেন্টারে করা একটি আলটাসনোগ্রাফের কপিও জমা দেন খসরু মিয়া। যাতে দেখা যায়, খসরু মিয়ার বাম দিকের কিডনি নেই। আদালত আবেদনটি আমলে নিয়ে কোতোয়ালি থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Related Articles

Back to top button