দৈনিক খবর

সকালে স্কুলে হাজির হয়ে শিক্ষার্থীর পরীমনি: এ কথা জানাতেই আজ তোমাদের স্কুল এসেছি

দাম্পত্য কলহের জের ধরে স্বামী ও অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবরে সম্প্রতি গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষ বিন্দুতে রয়েছন ঢাকাই সুপারস্টার অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি। গত শুক্রবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানান, রাজের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। তিনি রাজের বাসা ছেড়ে চলে এসেছেন।

এরপরে কী হলো? সবার আগ্রহ কী করছেন পরীমনি! আর শরীফুল রাজ তার সংসার ভাঙার নেপথ্যে জনৈক ‘গডফাদার’ এর উপস্থিতি ইঙ্গিত করেন।

যাহোক অবশেষে পরীমনিকে প্রকাশ্যে দেখা গেল।

ঠাণ্ডা মৌসুমের ভোরে রাজধানীর একটি স্কুলে দেখা গেছে পরীমনিকে। এদিন সকাল সাড়ে ৭টায় রাজধানীর বিএএফ শাহীন স্কুলে হাসিমুখে হাজির হন পরীমনি। আর স্কুলের ছেলেমেয়েরাও হাসিমুখে পরীমনিকে স্বাগত জানায়। কিন্তু কেন?

আগামী ২০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আবু রায়হান জুয়েল পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

শিশুতোষ ছবির প্রচারের সময় স্কুলে হাজির হন পরীমনি। প্রযোজক জুয়েল বলেন, শিশুদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন তিনি। দলটি টিফিন বক্স এবং কলম বক্স সহ শিশুদের কলম এবং ক্লাস রুটিন বিতরণ করেছে। সবই বসুন্ধরা নুডলস এর পক্ষ থেকে বিতরণ করা হয়। কারণ বসুন্ধরা নুডলস এই সিনেমার সঙ্গে যুক্ত।

পরীমনি শিশুদের উদ্দেশ্যে বলেন, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ তোমাদের (ছাত্র-ছাত্রী) জন্য সিনেমা। এ কথা জানাতেই আজ তোমাদের স্কুল এসেছি। আশা করছি, তোমরা সবাই হলে গিয়ে আমাদের এ সিনেমাটি দেখবে। তোমাদের অনেক ভালো লাগবে।

এর আগেও ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় এক সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সিয়াম ও পরীমনি। পর্দায় তাদের রসায়ন ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। আর এই ধারাবাহিকতা যেন আগামীতেও অব্যহত থাকে, এমনটাই প্রত্যাশা সবার।

Related Articles

Back to top button