জাতীয়দৈনিক খবর

কোথাও কোথাও আগুন জ্বললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ। ভয়াবহ এ ঘটনায় দেশজুড়ে নেমেছে শোকের ছায়া। এদিকে আগুন লাগার ২৯ ঘণ্টারও বেশি পার হয়েছে। এখনও জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, এখনও মাঝে মাঝেই আগুন জ্বলতে দেখা যাচ্ছে, তবে নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার (৫ এপ্রিল) বঙ্গবাজারে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, মঙ্গলবার সারা দিনরাত আমরা কাজ করেছি। এখনও প্রত্যেকটি পয়েন্টে আমাদের ফায়ার ফাইটাররা কাজ করছে। আগুন এখনও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, একটি নির্দিষ্ট পর্যায়ে রয়েছে। তিনি বলেন, এতো বেশি পরিমাণ মালামাল গাদাগাদি করে রাখা যে, সেগুলো বের করতে কষ্ট হচ্ছে। অনেক কর্মী ক্লান্ত হয়ে পড়ছেন। ফলে কাজ শেষ করতে সময় লাগছে।

মোহাম্মদ তাজুল জানান, এনেক্সকো টাওয়ারের মালামাল সরানো হচ্ছে। এখনও মাঝে মাঝে কোথাও কোথাও দেখা যাচ্ছে আগুন। মালামাল রাখার কোনো ব্যবস্থাও নেই। ফলে কিছুটা বেগ পেতে হচ্ছে। মালামাল সম্পূর্ণ বের করতে পারলেই আগুন সম্পূর্ণ নির্বাপণ করা যাবে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তারা। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Related Articles

Back to top button