Entertainmentদৈনিক খবর

বঙ্গবাজারে আগুনে পোড়া শাড়ি যত টাকা দিয়ে কিনে নিলেন অভিনেত্রী সাবিলা নূর

বঙ্গবাজারে ভ”য়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন কাপড়ের ব্যবসায়ীরা। ঈদের আগে এই সময়ে ব্যবসায়ীরা ধার দেনা করে কাপড় উঠিয়েছিলেন দোকান গুলোতে, যাতে বছরের এই সময়ে গত দুই ইদের নাজুক ব্যবসার ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। ঠিক সেই সময়ে আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। দুঃখ কাটিয়ে ওঠা অসম্ভবকে সম্ভব করার মতো।

তবে এই দুঃসময়ে এগিয়ে এসেছেন দেশের বহু মানুষ। সাধারন মানুষ থেকে তারকা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এবার এগিয়ে এলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করতে লাখ লাখ টাকার পোড়া কাপড় কিনেছেন অভিনেত্রী। মানবতার সেবায় নিয়োজিত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফে’সবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এক পোস্টে সংগঠনটি লিখেছে, ‘লাখ টাকা দাম পোড়া শাড়ির।’ এছাড়াও লেখা হয়েছে, ‘হয়তো আমার মতোই মেয়ে আছে তার, বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আছে। তার সে স্বপ্নটা যেন না ভাঙে, ঈদের আগে দুঃখে যেন না থাকে।’

এদিকে অভিনেত্রী সাবিলা তার টাইমলাইনে পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগে তাদের পাশে দাঁড়ানোর ছোট্ট একটি চেষ্টা।’

প্রসঙ্গত, এর আগে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে পোশাক কিনেছেন সংগীতশিল্পী তাহসান খান, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, শবনম বুবলী ও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সাবিলা নূর তার এই মানসিকতার জন্য ইতিমধ্যে প্রশংসা কুড়ালেন। তিনি তাদের পাশে তার সামর্থ্য মতো দাড়ানোর কথাও জানিয়েছেন। তিনি ইতিমধ্যে সরকার ও সামর্থ্যবানদের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।

Related Articles

Back to top button