দৈনিক খবর

ট্রেনে সিলেট থেকে ঢাকায় গেলেন হিলারি ক্লিনটন!

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী, আমেরিকার সাবেক সেক্রেটারি অব স্টেট, ডেমোক্রেটিক পার্টির রাজনীতিবিদ হিলারি ক্লিনটন বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণ করেছেন! শনিবার সিলেট থেকে পারাবত ট্রেন যোগে ঢাকায় পৌঁছান তিনি।

গত ৩ জানুয়ারি বাংলাদেশ রেলওয়ে হিলারি ক্লিনটনের নামে এই টিকেট ইস্যু করে। তবে হিলারি ক্লিনটন নিজে ভ্রমণ না করলেও সেই টিকেটে ভ্রমণ করেছেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ী এলাকার এক কলেজ শিক্ষার্থী হিমেল।

জানা যায়, সিলেট থেকে পারাবত এক্সপ্রেস ট্রেনে ঢাকা যেতে রেলওয়ের কাউন্টারে কোনো টিকিট না পেয়ে কালোবাজারির কাছ থেকে বাড়তিমূল্যে টিকিট কেনেন তিনি। অনলাইনে কাটা ওই টিকিটে যাত্রীর নামের জায়গায় লেখা ছিল ‘HILARY CLINTON’(হিলারি ক্লিনটন)। শনিবার ৭ জানুয়ারি বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া জংশন রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

আলাপকালে ওই কলেজ শিক্ষার্থী বলেন, টিকিটটি অনলাইনে কাটা। টিকিটে যাত্রীর নাম প্রথমে নজরে না পরে দেখতে পাই এতে ‘হিলারি ক্লিনটন’ লেখা। এতে তিনি বিস্মিত হন। ট্রেনটি কুলাউড়া থেকে বিকেল ৫টা ৩ মিনিটে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। তবে কলেজছাত্রের কেনা টিকিটে উল্লিখিত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, রেলওয়ের অ্যাপে অনলাইনে আইডি খুলতে হলে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর, মুঠোফোন নম্বর ও ই-মেইল ঠিকানা লাগে। নিয়ম অনুযায়ী, অনলাইনে একটি আইডি থেকে সপ্তাহে চারবারের বেশি টিকিট কাটা যায় না।

তবে কালোবাজারিরা বিভিন্ন মুঠোফোন অপারেটরের একাধিক সিম কার্ড এ কাজে ব্যবহার করেন। তাঁরা এসব সিমের মাধ্যমে আইডি খোলেন। এ ক্ষেত্রে একই এনআইডি অথবা একাধিক এনআইডিও ব্যবহার করেন।

ভুয়া নামে খোলা আইডির বিপরীতে টিকিট কেটে চড়া মূল্যে বিক্রি করেন তাঁরা। অনলাইনের সফটওয়্যারে এনআইডি যাচাইয়ের (ভেরিফাই) সুযোগ নেই। এ কারণে কালোবাজারিরা এই সুযোগ কাজে লাগান।

সিলেট-আখাউড়া রেলপথের দায়িত্বে থাকা রেলওয়ের পরিবহন পরিদর্শক তৌফিকুল আজীম গনমাধ্যমকে বলেন, রেলওয়ের অনলাইনের সফটওয়্যারের সঙ্গে এনআইডির সার্ভারের সংযোগ থাকলে সহজেই এ অপতৎপরতা ঠেকানো সম্ভব। এটি থাকলে সহজেই টিকিট ক্রেতার নাম-ঠিকানা যাচাই করা যাবে।

Related Articles

Back to top button