Sportsদৈনিক খবর

মাঝ আকাশে আইপিএল খেলতে যাওয়া ক্রিকেটারের সঙ্গে পাইলটের কাণ্ড, ভিডিও সাড়া ফেলল অনলাইনে (ভিডিওসহ)

ভারত জাতীয় ক্রিকেট দলের অন্যতম সফল সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। ২২ যোগের মাঠে নিজের সেরাটা তুলে ধরে জয় করে নিয়েছেন কোটি কোটি মানুষের মন। বলতে গেলে ভারতীয় ক্রিকেটে এক ভরসার নাম ‘ধোনি’। বর্তমানে তার বয়স ৪১ বছর। জাতীয় দল থেকে অবসর নিলেও আইপিএলে বেশ দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।

অনেকেই মনে করছেন এবারের আইপিএলই তার ক্যারিয়ারের সমাপ্তি। হবে কি হবে না, তা পরে জানা যাবে। কিন্তু ধোনির ভক্তরা যে তা চান না তা আবারও স্পষ্ট।

মহেন্দ্র সিং ধোনি চেন্নাই থেকে উড়ে এসেছিলেন মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ খেলতে। গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেটাই ঘটেছে। সেখানে উড়ে যাওয়ার সময় এক ভক্ত ধোনিকে চেন্নাইয়ের হয়ে খেলার আহ্বান জানান। সেই ভক্ত আর কেউ নয়। চেন্নাই দল যে বিমানে মুম্বাই যাচ্ছিল তার পাইলট ছিলেন তিনি।

যাত্রীদের বিমানে বসার পর, যাত্রা শুরুর আগে, নিয়মিত ঘোষণা দেওয়ার সময় পাইলট ধোনির কাছে একটি অনুরোধ করেছিলেন। পাইলট এই বলে তার ঘোষণা শুরু করেছিলেন, ‘আমি শিবম দুবে, ডোয়াইন ব্রাভোকে এই বিমানে নিয়ে যেতে পেরে খুশি।’

চেন্নাই দলকে শুভকামনা জানানোর পর পাইলট ধোনিকে বলেন, ‘অনুগ্রহ করে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে থাকুন। আমি আপনার বিশাল ভক্ত।’

আর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি। এরপর মুহূর্তেই ভিডিওটি ব্যাপক ভাইরাল হতে দেখা যায়।

Pilot : “Please continue to be a captain of CSK. I’m a huge fan of you sir.” @MSDhoni #MSDhoni #WhistlePodu pic.twitter.com/fXiNwuNgI0

— DHONI Era (@TheDhoniEra) April 6, 2023

Related Articles

Back to top button