দৈনিক খবর

মাঝ আকাশে বিমানকর্মীর সামনে পোশাক খুলে নারীর অনাকাঙ্খিত কান্ড, হতবাক সহযাত্রীরা

মাঝে মধ্যেই সামনে আসে যাত্রীদের কিছু অস্বাভাবিক বিষয় বস্তু। যা নিয়ে রীতিমতো শুরু হয় ব্যাপক শোরগোল। সেই ধারাবাহিকতায় এবার এমনই একটি ঘটনা ঘটলো আবুধাবি থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করা একটি বিমানের মধ্যে। জানা যা। ইকোনমি ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও বিজনেস ক্লাসে বসার জন্য জোরাজুরি করতে থাকেন এক নারীযাত্রী। বিমানকর্মীরা বাধা দিলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। থুতু দেন। ঘুষি মারেন। শুধু তাই নয়, পোশাক খুলে অর্ধনগ্ন হয়ে হাঁটতে শুরু করেন!

সোমবার এই ঘটনা ঘটে। ইতালির নাগরিক ওই নারীকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তার বয়স ৪৫।
ভিস্তারা ফ্লাইট ইউকে ২৫৬ (আবু ধাবি-মুম্বাই রুট) সোমবার ভোরে মুম্বাইয়ের মহারাজা ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, পুলিশ জানিয়েছে। প্রথমে ভিস্তারার নিরাপত্তাকর্মীরা ওই মহিলাকে ধরে ফেলেন। এরপর বিমানের কর্মীদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে সাহার থানা পুলিশ।

ঠিক কী ঘটেছিল বিমানে?

বিষয়টি সম্পর্কে সাহার থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, রবিবার দিনগত রাত ২ টা ০৩ মিনিটে আবুধাবি থেকে ভিস্তারা ফ্লাইটটি উড্ডয়ন করে। আড়াইটার দিকে ওই নারী হঠাৎ ইকোনমি ক্লাসের সিট ছেড়ে উঠে যান। দৌড়ে বিজনেস ক্লাসে গিয়ে বসুন।

এটা দেখে দুই এয়ারম্যান জিজ্ঞেস করলেন, তার কোনো সাহায্য লাগবে কিনা। কিন্তু মহিলাটি উত্তর দেননি। ফ্লাইট অ্যাটেনডেন্টরা তাকে তার আসনে ফিরে যেতে বলেন। তারপর শুরু হল ঝামেলা। সে চিৎকার করতে থাকে। গালাগালি শুরু করে। একজন বিমানকর্মীকেও ঘুষি মারেন। আরেকজনের মুখে থুতু ফেলেন। তারপর আরও কয়েকজন বিমানকর্মী সেখানে আসেন এবং মহিলাটি পোশাক খুলতে শুরু করেন।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, নারীর তান্ডব এখানেই শেষ হয়নি। তিনি বলেন, ওই নারী তার জামাকাপড় খুলে মাঝ-আকাশে ‘অর্ধ”ন”গ্ন” হয়ে হাঁটতে শুরু করেন। ক্রু এবং সহযাত্রীরা হতবাক হয়ে যান।

আর এমনটি চলতে থাকে বেশ কিছুক্ষন ধরেই। তবে শেষমেষ অনেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বিমানকর্মীরা। পরবর্তীতে বিমানটি অবতরণ করলে ওই নারীকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।

Related Articles

Back to top button