দৈনিক খবর

আইনমন্ত্রীকে মন্ত্রীসভা থেকে বের করার কথা বলে খালেদা জিয়াকে নিয়ে ভিন্ন কথা বললেন কাদের সিদ্দিকী

বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেছেন। তিনি আ.লীগের শীর্ষ নেতাদের রাজনীতি নিয়ে সমালোচনা করতেও দুবার ভাবেন না। এবার তিনি বিএনপি সভানেত্রীর রাজনীতি করা নিয়ে ভিন্ন এক মন্তব্য করলেন। তিনি আইনমন্ত্রী আনিসুল হক দেওয়া বক্তব্য সমালোচনা করে এমন মন্তব্য করেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া রাজনীতি করলে কোনো সমস্যা নেই। রাজনীতি করলে খালেদা জিয়ার সমস্যা না হলে তাকে ঘরে আটকে রাখা হযয়েছে কেন? খালেদা জিয়া এখন আমাদের মতো মুক্ত মানুষ নন। বাড়ি থেকে রাজনীতি করার সুযোগ নেই তার।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাওয়ালী ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, তিনি (আইনমন্ত্রী) দেশকে ডুবিয়ে দিয়েছেন। আমার যদি এতোটুকুও ক্ষমতা থাকতো, আনিসুল হককে এখনই মন্ত্রিসভা থেকে বের করে দিতাম।’

তিনি বলেন, দেশ যেভাবে চলছে, আগামী ৫-১০ বছরে বিএনপি আওয়ামী লীগের মসজিদে যাবে না, আওয়ামী লীগ বিএনপির কবরস্থানে কাউকে কবর দেবে না। আমি এমন দেশ চাই না।

ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি জহির উদ্দিন দিলারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, কেন্দ্রীয় সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হালিম সরকার লাল, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, উপজেলা জনতা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস ছবুর, আশিক জাহাঙ্গীর ও আলমগীর সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া দুর্নীতির কারনে সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে নিজের বাসায় বিশেষ বিবেচনায় জামিনে রয়েছেন। ২০০৭ সালে, রাজনৈতিক অস্থিরতার পর, তিনি গ্রেফতার হন এবং পরে তাকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কা”/রারুদ্ধ করা হয়। ২০০৮ সালে খালেদা জিয়া জামিনে মুক্তি পান। তবে তিনি বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক কর্মকান্ড থেকে দূরে রয়েছেন।

Related Articles

Back to top button