দৈনিক খবর

দেশের বেশিরভাগ ক্রিকেটারই মাথা ছাড়া খেলে: সালাউদ্দিন

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারের আসরে দেশি ক্রিকেটারদের পারফর্ম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন কুমিল্লার কোচ সালাউদ্দিন। তার মতে, ক্রিকেটারদের বেশিরভাগই ‘মাথা’ ছাড়া খেলে। তাদের আসলে কমনসেন্স আছে কি না, এটা নিয়ে সন্দেহ আছে তার। বিপিএলের এবারের আসরে হাতেগোনা দুই একজন ছাড়া ভালো পারফরম্যান্স করতে পারছে না জাতীয় দলের তরুণ ক্রিকেটাররা।

বিশেষ করে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ১০ বছর বেশি সময় ধরে ক্রিকেট খেলা ব্যাটসম্যানরাও শিশুর মত আচরণ করছে বলে জানিয়েছেন মোঃ সালাউদ্দিন। এমনকি তারা ক্রিকেট নিয়ে চিন্তা করে নাও বলে জানিয়েছেন সালাউদ্দিন।

গতকাল ম্যাচের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেছেন, ” “আমাদের ছেলেরা ক্রিকেট নিয়ে চিন্তা করে কিনা, সেটা নিয়ে আমার সন্দেহ। আমাদের দেশের অনেক ওপেনার ধরেন বা অলরাউন্ডার ধরেন, তাদের শটসের ভেরিয়েশন অনেক বেশি বা তারা হয়তো আরও জোরেও মারতে পারে।

তিনি আরও বলেন, “সবদিকে মারতে পারে। কিন্তু খেলতে গেলে দেখা যায় যে, মনে হয় উল্টো হচ্ছে। আমি আরেকটা প্রেস কনফারেন্সে বলেছিলাম। আমাদের দেশে অনেকে হয়তো মাথা দিয়ে খেলে, অনেকে খেলে না”।

তিনি বলেন, “বেশির ভাগই মাথা ছাড়া খেলে। আল্লাহ যেদিন মিলায় দেখে প্রশ্ন কমন পড়ে যায়, সেদিন ভালো খেলে, যেদিন পড়ে না সেদিন ভালো খেলে না। খুবই হতাশাজনক। আপনি যখন ১০-১২ বছর ক্রিকেট খেলছেন, তখন সামান্য কমনসেন্স থাকা উচিত কখন কী করতে হবে।”

তিনি আরও বলেন, “আমার মনে হয় তাদের ক্রিকেট জ্ঞান অনেক কম। সামান্য জিনিস এ উইকেটে আমার কী করতে হবে বা কোন বোলারকে আমি কখন চার্জ করব। যখন সবকিছু আমার নিয়ন্ত্রণে আছে, তখন নিয়ন্ত্রণ ছাড়া কেন! এ বুদ্ধি যদি কারো না হয়, তাহলে তারা ক্রিকেট কবে শিখবে উপরওয়ালা জানেন।”

Related Articles

Back to top button