দৈনিক খবর

দ্রুতগামী বাইকের ধাক্কায় সড়কে ঝরল স্কুলছাত্রীর প্রাণ

আজ দুপুরে কুষ্টিয়ার কুমারখালীতে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চালকসহ আরও এক স্কুলছাত্রী। আজ সোমবার ৩০ জানুয়ারি বেলা ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের ৩২নং চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার পর বিদ্যালয় এলাকায় সড়কে স্পিডব্রেকার এবং চালকের বিচারের দাবিতে ওই বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন। এতে প্রায় ৩০ মিনিট সড়কের যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

জানা গেছে, নিহত সামিয়া আফরিন সোহাগী (৭) ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও উপজেলার নন্দনালপুর ইউনিয়নের চড়াইকোল হওতাপাড়ার দিনমজুর মো. সোহান শেখের মেয়ে। আহতরা হলেন একই এলাকার মো. হালিম আলীর মেয়ে ও একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী হালিমা আক্তার মুন্নি (৭) এবং মোটরসাইকেল চালক কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর রাতুলপাড়ার মো. হেকমত আলীর ছেলে মো. নাইমুল হোসেন নয়ন। তিনি একজন কসমেটিকস ব্যবসায়ী।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন জানান, মোটরসাইকেলের ধাক্কায় দুর্ঘটনাস্থলেই এক ছাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় চালকসহ আরও একজন ছাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে বিদ্যালয় এলাকায় স্পিডব্রেকার না থাকায় মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি। তিনি আরও জানান, মোটরসাইকেলটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button