দৈনিক খবর

শেষবারের মতো মুখোমুখি হচ্ছে মেসি-রোনালদো!

২০২২ কাতার বিশ্বকাপের পর সৌদি লিগে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফলে ইউরোপে খেলা মেসির বিপক্ষে এই ফুটবলারকে আর দেখা যাবে না এটাই তো স্বাভাবিক। কিন্তু ভাগ্য আরও একবার সেই সুযোগ করে দিলো ফুটবল ভক্তদের। আগামী ১৯ তারিখ দেখা যেতে পারে এই দুই মহারথীকে। এদিন পিএসজি মাঠে নামবে আল হিলাল ও আল নাসরের ফুটবলারদের মিশ্রণে তৈরি করা দলের বিপক্ষে।

বর্তমানে রোনালদো আল নাসরের খেলোয়াড়, ফলে এই ম্যাচে তাকেও দেখা যাবে মাঠে। ইংলিশ প্রিমিয়ার লিগের হওয়া এক ঘটনায় নিষেধাজ্ঞার কারণে এখন পর্যন্ত নতুন দলে অভিষেক হয়নি ক্রিশ্চিয়ানোর। ফলে এই ফ্রেন্ডলি ম্যাচ দিয়েই নিজের নতুন দলের হয়ে প্রথমবারের মতো মাঠে নামবেন এই পর্তুগিজ মহাতারকা।

এর ফলে ম্যাচের গুরুত্ব অনেক ভাবেই বেড়ে গেছে। একদিকে মেসি-রোনালদোর দ্বৈরথ, অন্য দিকে মধ্যপ্রাচ্যে রোনালদোর অভিষেক। যার প্রভাব লক্ষ্য করা গেছে টিকেট ক্রয়ে ভক্তদের চাহিদা। কিং ফাহাদ স্টেডিয়ামে ৬৮ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত হবে পিএসজি ও রিয়াদের যৌথ দলের ম্যাচটি। ইএসপিএনের তথ্য মতে, টিকেট বিক্রি শুরু হওয়ার প্রথম মিনিটেই শেষ হয়ে গেছে সব টিকেট।

শুধু তাই নয়, তথ্য অনুযায়ী টিকেট বিক্রি শেষ হওয়ার পরেও ম্যাচটি দেখতে ২০ লাখের বেশি মানুষ অনলাইনে টিকেটের জন্য আবেদন করেছেন। এর আগে ফুটবল বিশ্ব এই দুই মহারথীর শেষ লড়াই দেখেছিলো ২০২০ সালের ডিসেম্বরে। যেখানে বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যূতে চ্যাম্পিয়নস লিগে ম্যাচে দুই গোল করেছিলেন জুভেন্টাসের রোনালদো। সেই ম্যাচে ৩-০ গোলের জয়ের দেখা পায় জুভেন্টাস।

এদিকে ক্লাব ফুটবল এবং দেশের হয়ে এখন পর্যন্ত মেসি-রোনালদো ৩৬ বার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন। যার মধ্যে মেসি করেছেন ২২ গোল এবং রোনালদোর ২১টি গোল। শেষ বারের লড়াইয়ে কে জয়ে দেখা পায়, সেটা দেখার অপেক্ষায় এখন বিশ্ব।

তবে শেষ বললেই তো শেষ হয়ে যায় না, ‘মুন্দো দেপোর্তিভোর’ মতে আল নাসরের মতো আল হিলালও চাচ্ছে চমক দেখাতে। রোনালদোর মতো তারা মেসিকেও সৌদি লিগে নিয়ে আসতে চায়। এর কারণ হিসাবে স্প্যানিশ পত্রিকাটি বলে, ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে বিশ্বের সামনে নিজেদের ইমেজ বাড়ানোর চেষ্টা আরব দেশটির। ফলে ভবিষ্যতে এই দুই মহারথীর ‘স্প্যানিশ দ্বৈরথের’ পর দেখাও যেতে পারে ‘আরবিয়ান দ্বৈরথে’।

Related Articles

Back to top button