opinionদৈনিক খবর

পররাষ্ট্র দপ্তর ‘ভণ্ডদের আখড়া’, এবার হটাৎ মুখ খুললেন প্রধানমন্ত্রী পুত্র জয়

সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্রপুত্র। তিনি বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন। এ ছাড়াও দেশের অনেক সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকেন তিনি। সম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এক ফেসবুক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ‘ভন্ডদের আখড়া’ বলে অভিহিত করেছেন। তিনি টেনেসির রাজ্য আইনসভা থেকে দুই কৃষ্ণাঙ্গ নেতাকে বহিষ্কারের বিষয়ে একটি প্রতিবেদন পোস্ট করেছেন।

বিবিসির প্রতিবেদনটি শেয়ার করে জয় লিখেছেন, ‘আইনসভার সদস্যরা ভোট দিয়ে দুই সংখ্যালঘু আইনপ্রণেতাকে বহিষ্কার করেছে, যদিও একজন শ্বেতাঙ্গকে রেখে দিয়েছে। এই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের অবস্থা। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক দল ভণ্ডদের আখড়া ছাড়া আর কিছুই নয়।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ মানবাধিকার প্রতিবেদনেও বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন সরকার দুই বছর আগে র‌্যাবকে নিষিদ্ধ করেছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরও র‌্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে ডয়চে ভেলের সাম্প্রতিক ভিডিও প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছে৷

প্রসঙ্গত, একটা সময়ে বিদেশের মাটিতে ছিলেন সজীব ওয়াজেদ জয়। এরপর আওয়ামীলীগ ক্ষমতায় আসলে তিনি চলে আসেন দেশের মাটিতে। আর এরপর থেকেই যোগদান করেন প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা হিসেবে।

Related Articles

Back to top button