দৈনিক খবর

সিলেটে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা

সিলেটে ফের মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। আগামী বৃহস্পতিবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-১ ও ২ এ শুরু হচ্ছে লিগ। তবে শুরুর আগেই দেখা দিয়েছে জটিলতা। আয়োজনের পদ্ধতিতে নাখোশ ক্রিকেটাররা। এদিকে সিলেটে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছেন স্থানীয় ক্রিকেটাররা। রেলিগেশন পদ্ধতিতে সিলেট প্রিমিয়ার লিগ আয়োজনের দাবিতে সোমবার সিলেট জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে বৈঠক করেছে সিলেটের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বৈঠকে ক্রিকেটারদের দাবি মানেনি সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। যার পরিপ্রেক্ষিতে সিলেট জেলায় সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দেয় স্থানীয় ক্রিকেটাররা।

সিলেট জেলার শীর্ষক ক্রিকেট লিগে ১০টি দল মোট দুটি বিভাগে বিভক্ত হয়ে খেলতে। তবে ক্রিকেটারদের দাবি, রাউন্ড রবিন লিগে হতে হবে টুর্নামেন্টটি। যেখানে সব দল একে অপরের বিপক্ষে খেলবে, থাকতে হবে অবনমন পদ্ধতি।

এ বিষয়ে সিলেট কোয়াব ও সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক জুনিয়র ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, “আপনারা বললেন ফ্ল্যাট লিগ দিতে কারণ মাঠ নেই এইবছর। আমরা রাজি হলাম গ্রুপ লিগ খেলতে, এখন বলছেন রেলিগেশন দিবেন না। রেলিগেশন ছাড়া কি লিগ ভাই? সিলেট ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, আপনাদের বলছি, আমাদের অভিবাবক নাদেল ভাইয়ের দিকে তাকিয়ে আছি। যদি তাতে কোনো সমাধান না হয়, আমরা লিগ বয়কট করবো। আমি সিলেটের একাডেমির সব কোচদের অনুরোধ করব, আপনারা একাডেমির খেলোয়াড়দের আমাদের সাথে থাকার অনুমতি দিন। আমরা আজকে প্রতিবাদ করছি ভবিষ্যৎ সিলেট ক্রিকেটারদের জন্য। এতগুলো সিলেটি খেলোয়াড় যেখানে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছে বা করছে, সেই জায়গায় ক্রিকেট লিগ এমন হতে পারেনা”।

সেই পোস্টে এসে কমেন্ট করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও টাইগারদের হয়ে প্রথম হ্যাটট্রিক শিকারি অলক কাপালি লিখেছেন, ‘এসব বিষয় নিয়ে প্রতিবাদ করে লাভ নেই। কারণ, আমি ‍দুই বছর আগে ক্রিকেটারসহ ক্লাব অফিসিয়ালদের নিয়ে কথা বলতে বসে বুঝতে পেরেছি, উনারা মিটিংয়ে বলবে এক কথা, আর অন্যসময় বলবে আরেক কথা।’

লিগ নিয়ে প্রতিবাদ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘আজ থেকে ২০ বছর আগেও সোনার হরিণ সিলেট ক্রিকেট লিগের জন্য প্রতিবাদ করতে হয়েছিলো আর আজ ২০২৩ সালেও করতে হচ্ছে, আমার কি, বারবার কথা বলে সবার কাছে খারাপ হয়েছি সম্পর্ক নষ্ট হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। শুধু কষ্ট হয় যে মাঠ এবং লিগ আমাকে খেলোয়াড় বানিয়েছে তাকে কিছুই প্রতিদানে দিতে পারলাম না, পরজন্মে যদি আসি সিলেট, তোমাকে দুই হাত ভরে দিব। তাই বলি কি, যায় দিন ভালো, আসে দিন খারাপ।’

তবে সিলেট জেলা ক্রীড়া সংস্থা অবশ্য তাদের নিয়ে খুব একটা ভাবছে না। এমনকি ক্রিকেটারদের হুমকির বিষয়টিও হালকাভাবেই নিয়েছে। সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম বলেছেন, ‘আমরা তো লিগের সময়সূচি দিয়ে দিয়েছি। ১৬ তারিখে খেলা শুরু। তাঁরা যদি খেলতে না চায়, এটা তাহলে তাদের ব্যাপার।’

Related Articles

Back to top button