দৈনিক খবর

আমরা তাসকিন থেকে শিখছি: মার্ক উড

বাংলাদেশের বিপক্ষে দীর্ঘ ৭ বছর পর ফের সিরিজ খেলতে ঢাকায় এসেছে্ন ইংল্যান্ড দল। ইতোমধ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড দল। তবে দলের এত খারাপ সময়ের মাঝেও বল হাতে দুর্দান্ত খেলছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

সিরিজের প্রথম ম্যাচে ৮ ওভার বল করে ২৬ রান খরচ করে তুলে নিয়েছিলেন ১ উইকেট। আর দ্বিতীয় ওয়ানডেতে নেন ৩টি উইকেট। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচের আগের দিন রবিবার (৫ মার্চ) সংবাদ সম্মেলনে তাসকিনকে প্রশংসায় ভাসালেন ইংলিশ পেসার মার্ক উড।

উড বলেন, ‘তাসকিন খুবই আকর্ষণ-পূর্ণ। আমি মনে করি সে শুধু আমাকে নয় সবাইকে মুগ্ধ করেছেন। পুরো দল বলেছে সে কতটা ভালো বোলিং করেছে। সে দ্রুত ও ভালো লেন্থে রেখে বোলিং করেছে।

আমাদের প্রথম ম্যাচে সে আমাদের পেসারদের দেখিয়েছিল কোথায় বল করতে হবে।’

এই ক্রিকেটার আরো জানান, ‘আমি, জোফরা এবং ওকস তার বোলিং থেকে অনেক কিছু শিখেছি। সে যে জায়গায় বল করেছে, আমাদের চাপে রেখেছে। শুধু উইকেট নেওয়াই নয়, রানটাও চেপে রেখেছিল সে।

ব্যাটাররা বলেছে সত্যিই সে দারুণ পারফর্ম করেছে। আমি তার খারাপ দেখতে চাই না, আশা করি সে প্রচুর উইকেট নেবে।’

Related Articles

Back to top button