দৈনিক খবর

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের পাঠানো সেই গুপ্তচর বেলুনটি ফাটানো হয়েছে, যা মিললো তাতে

সম্প্রতি আন্তর্জাতিক মহল ছিল বেশ উত্তাল। আর এর পেছনে সব থেকে বড় হাত ছিল চীনের। গেলো বেশ কিছু দিন আগে চীন একটি গুপ্তচর বেলুন পাঠায় যুক্তরাষ্ট্রের আকাশে। আর সেই থেকেই বেশ উত্তেজনা শুরু হয় এ নিয়ে। এ দিকে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন মঞ্জুর কাদের। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:

একটি মার্কিন সামরিক ফাইটার জেট শনিবার ( ফেব্রুয়ারি ৪, ২০২৩) দক্ষিণ ক্যারোলিনার উপকূলে একটি সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুনকে গুলি করে মাটিতে ফেলেছে।

বেলুনটি মার্কিন আকাশসীমায় প্রবেশের এক সপ্তাহ পরে নাটকীয়ভাবে জনসাধারণের মাঝে গুপ্তচরবৃত্তির কাহিনী শুরু হয় যার কারণে চীন-মার্কিন সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যায়৷

বেইজিং বেলুনটিকে গুলি করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে “স্পষ্টভাবে অতিরিক্ত প্রতিক্রিয়া এবং গুরুতরভাবে আন্তর্জাতিক অনুশীলন লঙ্ঘনের” অভিযোগ করেছে।

বেলুনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীর ফেব্রুয়ারি ৫ তারিখের চীন সফর বাতিল করা হয়।

চীনের ভুখন্ড থেকে উড়ানো বেলুন কি করে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে প্রবেশ করলো তা কেউ বলতে পারছেনা। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে গেল কিনা তাও কেউ জানে না।

তবে স্নায়ু যুদ্ধের সময় এমন ঘটনা আরো ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্নায়ু যুদ্ধে বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, চীনের পাঠানো গুপ্তচর বেলুনটি ফাটিয়ে তেমন কিছু না মিললেও এটি যে একটি গুপ্তচর বেলুন তা নিয়ে নেই কোনো সন্দেহ। আর এই কারণে যুক্তরাষ্ট্রের এমন কাণ্ডে খেপেছে চীন। তারা যুক্তরাষ্ট্রকে আরো বেশি সতর্ক হতে বলেছে।

Related Articles

Back to top button