দৈনিক খবর

মেয়াদ শেষে কোথায় থাকবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, কারা হচ্ছেন তার প্রতিবেশী

রাষ্ট্রপতি আব্দুল হামিদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী ২৩ এপ্রিল। আর এ নিয়ে এখন আগ্রহের শেষ নেই সবার। মেয়াদ শেষ এ তিনি কোথায় থাকছেন কারা হতে যাচ্ছেন তার প্রতিবেশী এ নিয়ে শেষ নেই জল্পনা কল্পনার।

দেশে দুই বারের মত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন আব্দুল হামিদ।আর নিয়মানুযায়ী তাকে সরে যেতে হচ্ছে এবার। তবে বিদায়ের পর কী করবেন কোথায় থাকবেন তিনি এ নিয়ে এখন চলছে নানা ধরনের আলোচনা।

বেশ কিছু সূত্রে জানা গেছে ভিন্ন ভিন্ন কিছু কথা। কেউ বলছেন বিদায়ের পর তিনি পাড়ি জমাবেন তার নিজ জেলাতে। বিশেষ করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার অনেক বক্তব্ব্যে অনেক বার বলেছেন তিনি থাকতে চান মাটির কাছে তার নিজের মানুষদের কাছে। আর এই কারণে বেশ কিছু সূত্রে জানা গেছে তিনি হয়তো বিদায়ের পর বাকি জীবনটা আকাশকে ছাদ বানিয়ে থেকে যাবেন মাটিও মানুষের কাছে।

আবার বেশ কিছু সূত্রে জানা গেছে ভিন্ন আরেক কথা। কেউ কেউ বলছেন রাষ্ট্রপতি থাকবেন রাজধানীতেই। বাকি জীবনটা তিনি কাটিয়ে দিবেন রাজধানীর বুকেই। তবে এ নিয়ে জানা যায়নি বিশ্বস্ত কোনো সূত্রের কথা।

যেহেতু পদ থেকে অবসর নিলে তাকে ছাড়তে হবে সরকারি বাসভবন আর এই কারণে এখন বার বার এই প্রশ্ন উঠছে তিনি আসলে থাকবেন কোথায় পরবর্তী সময়টা। তবে রাষ্ট্রপতির মেয়াদ শেষে রাজধানীর নিকুঞ্জের একটি বাসায় উঠবেন বলে জানিয়েছেন তাঁর প্রেস সেক্রেটারি মো. জয়নাল আবেদীন।আর এই কারণে ওই এলাকায় বসবাসরত সকলের মধ্যে কাজ করছে একটি চাপা উত্তেজন। এই কারণে ধরা যেতে পারে তিনি হয়তো থাকছেন রাজধানীতেই।

এ ছাড়াও একজন অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি পাবেন প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে সব সুযোগ সুবিধা।তবে এখন শুধু দেখার বিষয় তিনি নিজে থেকে কী সিদ্ধান্ত নেয়।

Related Articles

Back to top button