দৈনিক খবর

কোথাও ‘বাদাম’ উচ্চারণ করতে পারছেন না ভুবন বাদ্যকর, জানা গেল কারণ

‘কাঁচা বাদাম’ গানটির কারনে ভাইরাল হন সুরকার ভুবন বাদ্যাকার। তবে তিনি যযে গানটি গেয়ে ভাইরাল হয়েছিলেন সেই গানট নিয়েই বিপাকে পড়েছেন তিনি। তিনি এখন নিজের এই গানটি কোথাও গাইতে পারছেন না। এই ধরনের বিষয়টির কারণে তিনি বেশ বড় ধরনের সমস্যায় পড়েছেন।

‘কাঁচা বাদাম’ গানটির ‘বাদাম’ শব্দটি উচ্চারণ করতে পারছেন না তিনি। সম্প্রতি এ নিয়ে মুখ খুললেন তিনি। কপিরাইট সংক্রান্ত সমস্যার কারণে তাকে এখন ‘বাদাম’ শব্দটি উচ্চারণ করা তার জন্য নিষেধ।

সুরকার ভুবন বাদ্যাকার একটি বাংলা টেলিভিশন চ্যানেলকে বলেন, একজন ব্যক্তি তাকে ঠকিয়ে ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট হাতিয়ে নিয়েছে। এই কারণে, আমি যখন গান করছি, বাদাম উচ্চারণ করলেই কপিরাইট লাগিয়ে দিচ্ছে আর গান বন্ধ করে দিচ্ছে। যে কোনো জায়গায় গান গাইলে এই সমস্যা হচ্ছে। আমার বিরুদ্ধে ষড়য”ন্ত্র চলছে।

বীরভূমের একটি সংস্থা ও তার মালিকের বিরুদ্ধে অভিযোগ ‘কাচা বাদাম’ গানের সুর স্রষ্টার। তার মতে গানটি আইপিআরএসের নাম করে নিয়ে নেওয়া হয়েছে। আমি পড়াশোনা করতে জানি না, ইংরেজি পড়তে জানি না। এখন বলছে তার গানটি তারা কিনে নিয়েছে। ফোন করলে ফোন ধরে না।

ভুবন বাদ্যাকর জানানেন না কে এই গানটির কপিরাইট কিনে নিয়েছেন, তবে তিনি চেষ্টা করে যাচ্ছেন এটার সমাধান করতে। তিনি ‘কাঁচা বাদাম’ গানটি আর গাইতে পারছেন না, বন্ধ হয়ে গিয়েছে। তাকে এই গানটি গাওয়া বা ভিডিও সাইট ইউটিউবের কাছ থেকেও কোনো টাকা পাচ্ছেন না। অনুষ্ঠানে এই গানটি গাওয়ার শিডিউল থাকলেও সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। যার কারনে আর্থিক সংকটের মুখে তিনি।

Related Articles

Back to top button