দৈনিক খবর

ঐতিহ্য রক্ষায় চুরিকে পেশা বানিয়েছেন তৌসিফ মাহবুব!

প্রতিটি পরিবার পারিবারিক ঐতিহ্য রক্ষার করার চেষ্ঠা করে। তবে সকল পরিবারই চেষ্ঠা করে খারাপ অভ্যাস গুলো পরিহার করার জন্য। কিন্তু এবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অভিনেতা ‘তৌসিফ মাহবুব’কে বংশীয় চোরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। পারিবারিক ঐতিহ্য হিসেবে পেশা হিসেবে নিয়েছে তিনি।

নাটকের নাম ‘ফিটিং ইসমাইল’। এতে তৌসিফের বিপরীতে আছেন কেয়া পায়েল। নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। যার চিত্রনাট্যে ছিলেন ইব্রাহীম চৌধুরী আকিব ও মজুমদার শিমুল।

নির্মাতা তৌফিকুল ইসলাম জানান, ‘নাটকটির গল্প চোর ও চুরি নিয়ে হলেও এতে পজিটিভ বার্তা রয়েছে। নাটকটি না দেখলে দর্শকরা তা বুঝতে পারবেনা। চোরের চরিত্রে তৌসিফ মাহবুব অনবদ্য অভিনয় করেছেন। কেয়া পায়েলও দারুণ ছিলেন। কারণ গল্পটা চোরের হলেও দিনশেষে এটা প্রেমেরও।’ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিএমভি’র ব্যানারে নাটকটি আসবে।

Related Articles

Back to top button