দৈনিক খবর

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন স্কালোনি

আগামী ২০২৬ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ হিসেবে চুক্তিবদ্ধ হলেন লিওনেল স্কালোনি। গতকাল সোমবার নিজেদের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। এই বিষয়ের টুইটারে এএফএ প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়া লিখেছেন, “যখন আস্থা বেশি থাকে, তখন যোগাযোগের ক্ষেত্রটা আরও সহজ ও কার্যকরী হয়। বিশ্বচ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনিকে সঙ্গে নিয়ে জাতীয় দলের প্রকল্পকে শক্তিশালী করার কাজটা চালিয়ে যাব আমরা”

এদিকে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক স্কালোনির এই নতুন চুক্তি অবশ্য এর আগে ছিল সময়ের ব্যাপারই মাত্র। ফিফা বিশ্বকাপ ছাড়াও তিনি আলবিসেলেস্তেকে জিতিয়েছেন লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্যের মুকুটও।কাতার বিশ্বকাপের আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্টিনা।

যদিও বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অপ্রত্যাশিতভাবে তারা। এরপরই ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। এই নতুন চুক্তি ছাড়াও স্কালোনি পেয়েছেন আরেকটি সুসংবাদও।

আজ মঙ্গলবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত ফিফা দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২২ সালের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন তিনি। লড়াইয়ে হারিয়েছেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি ও ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলাকে।

Related Articles

Back to top button