opinionদৈনিক খবর

তারা ‘মাইনাস টু’ ফর্মুলা’র আড়ালে হাসিনাকে ক্ষমতায় আনতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন: পিনাকী

সম্প্রতি দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক প্রথম আলোর একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হওয়ার পর তাকে গ্রেফতার করে পুলিশ। একটি প্রতিবেদন প্রকাশের পর তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এবার এই বিষয়ে রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন পিনাকী ভট্টাচার্য। তার পোস্টটি পাঠকদের উদ্দেশ্যে হুবুহু তুলে ধরা হলো-

আমার পাঠকগণ ভালভাবে অবগত আছেন যে আমি দৈনিক প্রথম আলোর কট্টর সমর্থক ছিলাম না। তারা ‘মাইনাস টু’ ফর্মুলা’র আড়ালে হাসিনাকে ক্ষমতায় আনতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। “প্রথম আলো নিজেকে ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল কন্ঠ হিসেবে অবস্থান করেছে, হাসিনাকে সমর্থন করে অসা”ম্প্রদায়িক রাজনীতিকে চ্যাম্পিয়ন করে।” যাইহোক, তারা এখন হাসিনার গজব শেষে নিজেদের খুঁজে পায়— এটা কাব্যিক বিচারের মামলা, সম্ভবত।

সাধারন জনগনের কাছে সমর্পন না করলে প্রথম আলোর পাশে দাঁড়াতে পারব না। তাদের জন্য আমার সহানুভূতি শর্তযুক্ত। আমি প্রথম আলোকে তাদের অতীতের অপকর্ম স্বীকার করে নিতে এবং প্রতিদিনের মানুষের আকাঙ্ক্ষার প্রতি তাদের মনোযোগ বাস্তবায়ন করতে আহ্বান জানাচ্ছি। তবেই আমরা তাদের পাশে দাঁড়ানো এবং তাদের মিত্র হিসেবে বিবেচনা করা যায়।

উল্লেখ্য, প্রথম আলো সাধারনত রাজনৈতিক ও ক্ষমতার ট্রেন্ডে চলে থাকে সেটা অনেকেই প্রত্যক্ষ করেছেন। তবে এই সাংবাদিক যে প্রতিবেদন তৈরী করেছেন সেটা কিছুটা ভিন্নতর ইঙ্গিত দেয়। এখানে অনেকে এই ধরনের প্রতিবেদন বা ভিডিও হারহামেশাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় বলে মন্তব্য করেছেন।

Related Articles

Back to top button