দৈনিক খবর

ব্যাট হাতে একাই লড়ছেন শান্ত, করলেন হাফ সেঞ্চুরি

এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মিরপুরে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে দলীয় ৩৩ রানের মাথায় লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। ১৫ বলে একটি ছক্কার সাহায্যে ৭ রান করে ক্রিস ওকসের বলে এলবিডব্লিউ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন।

দলীয় ৫১ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। শুরু থেকেই ভালো খেলছিলেন তামিম ইকবাল। তবে মার্ক উডে একটি বল হাতে লেগে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন। ৩২ বলে চারটি চারের সাহায্যে ২৩ রান করে প্যাভিলিয়নে ফেলেন তিনি।

ব্যাটিংয়ে নেমে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত। তবে দুই জনই একবার করে জীবন পেয়েছে ইংল্যান্ড ফিল্ডারদের কাছ থেকে। জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেনি মুশফিকুর রহিম। ৩৪ বলে একটি ছক্কার সাহায্যে ১৭ রান করে আদিল রশিদের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

মুশফিকের আউটের পর বেশি সময় টিকতে পারেননি আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান। মঈন আলীর বলে মাত্র ৮ রান করে বোল্ড আউট হয়েছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদ ১৫ এবং নাজমুল হোসেন শান্ত ৫০ রান করে ব্যাটিং করছেন।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ : জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), উইল জ্যাকস, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আরচার, মার্ক উড।

Related Articles

Back to top button