দৈনিক খবর

এখনো বিশ্বাস হচ্ছে না আমরা বিশ্বচ্যাম্পিয়ন: এক মাস পূর্তিতে মেসির আবেগঘন বার্তা

এবার কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ জিতেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ঠিক এক মাস পর আবারও সেই কাতারেই অবস্থান করছেন তিনি। সৌদি আরবের রিয়াদে রোনাল্ডোর দলের বিপক্ষে খেলার জন্য কাতারেই বিশ্রামে অবস্থান করেন মেসি-নেইমাররা। এদিকে কাতারের দোহায় পৌঁছে যেন স্মৃতিকাতর হয়ে পড়েন মেসি।

বিশ্বকাপ জয়ের এক মাসপূর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিলেন তিনি। সেখানে তিনি জানান, বিশ্বকাপ জয়ের এক মাস পার হয়ে গেলেও এখনো তার বিশ্বাসই হচ্ছে না। মেসি তার সেই পোস্টের সঙ্গে একটি ভিডিও সংযুক্ত করেন। ভিডিওতে দেখা যায়, ফাইনালে আর্জেন্টিনার গোল এবং ম্যাচের শেষ দিকে মার্টিনেজের সেই দুর্দান্ত সেভটি। একই সঙ্গে ভিডিওতে তুলে ধরা হয় টাইব্রেকারের শেষ শটের মুহূর্ত এবং ছাদখোলা বাসে সংবর্ধিত হওয়ার দৃশ্যগুলো।

সেখানে মেসি লিখেন, ‘জীবনের সবচেয়ে সুন্দরতম মাসগুলোর একটি পার করলাম। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। চ্যাম্পিয়ন হওয়াতেই সব কিছু সুন্দর লাগছে। তবে এর আগেও কী দারুণ একটি মাসই না কাটিয়েছি। কত সব চমৎকার স্মৃতি জমা হয়েছে। সতীর্থদের সঙ্গে কাটানো দিনগুলো, একসঙ্গে কাটানো মুহূর্তগুলো, কথা বলা, ট্রেনিং সেশন, যা কিছু উল্টাপাল্টা— সবই মিস করছি।’

সেই পোস্টে মেসি আরও যোগ করেন, ‘স্রষ্টাকে ধন্যবাদ। আমি বলেছিলাম— জানতাম তিনি আমাকে ট্রফিটা দেবেন। তবে অর্জনের পরের সময়টা কেমন হবে, সেটি আমি কল্পনা করতে পারিনি। আমি ভুল ছিলাম না। কারণ জয়োৎসবে মানুষের এত উন্মাদনা আমি কখনই কল্পনা করিনি।’ পোস্টের একেবারে শেষ লাইনে মেসি লিখেন— ‘এক মাস পেরিয়ে গেছে, আমরা … বিশ্বচ্যাম্পিয়ন!’

Related Articles

Back to top button