দৈনিক খবর

ঝিনাইদহে বিষাক্ত স্পিরিট পানে ৩ জনের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত অ্যালকোহল জাতীয় স্পিরিট পান করে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) গভীর রাতে তারা মারা যান। নিহতরা হলেন- নদীপাড়ার জাহাঙ্গীর খাঁ (৩৫), একই এলাকার বিপুল কুমার (৪৫) ও ঢাকালে পাড়ার রাজিব হোসেন (২৫)।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে নিহতরা সবাই কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের রেজা হোমিও হল থেকে অ্যালকোহল পান করে। এরপর অসুস্থ্য হয়ে পড়ে। মৃত বিপুল কুমারের ভাই নির্মল কুমার জানান, রাতে অসুস্থ হয়ে পড়ার পর তার ভাইকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, শহরের একটি হোমিও দোকান থেকে কিনে বিষাক্ত স্পিরিট খেয়েছিলেন তারা।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, মারা যাওয়া ব্যক্তিরা সবাই অ্যালকোহল পান করেছিল। অ্যালকোহল পানের পর তারা সবাই বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে।

Related Articles

Back to top button