খেলাধুলাদৈনিক খবর

বিশ্বচ্যাম্পিয়ন মেসিকে রাখতে আরও অর্থ বিনিয়োগ করতে প্রস্তুত পিএসজি

বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির সাথে পিএসজির চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরের জুনে। এদিকে বিশ্বকাপ জয়ের পরে মেসির চুক্তির মেয়াদ বাড়বে, এটি নিয়ে মোটামুটি নিশ্চিতই ছিলেন মেসি ভক্তরা। তবে তা এখনও আলোর মুখ দেখেনি। এরমধ্যে ফরাসি বিভিন্ন গণমাধ্যমের গুঞ্জন উঠেছে মেসির আর্থিক চাহিদা, অন্যটি নতুন চুক্তির মেয়াদ। বর্ধিত চুক্তি কত দিনের হবে, সেটি নিয়ে একমত হতে পারছে না দুই পক্ষ। যার ফলে সমঝতায় বসতে পারছে না দুই পক্ষের।

এদিকে সম্প্রতি গোল ডটকমের এক প্রতিবেদনে জানায়, বিশ্বকাপজয়ী মহাতারকাকে নিজেদের ডেরায় ধরে রাখতে সবকিছু করতে প্রস্তুত পিএসজি এদিকে বিভিন্ন ফরাসি গণমাধ্যম জানায়, মেসির সঙ্গে চুক্তি নবায়নে এখনও বেশ কিছু সপ্তাহ সময় আছে লিগ ওয়ান জায়ান্টদের হাতে। না হয় দলবদলের গ্রীষ্মকালীন মৌসুমে ফ্রি এজেন্ট হবেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা। তাই কিংবদন্তিকে দলে রাখতে আরও অর্থ বিনিয়োগ করবে জায়ান্ট ক্লাবটি। এই জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছে ফরাসি ক্লাবটি।

অপরদিকে লিও পিএসজিতে যোগ দেয়ার পর থেকেই তার বার্সেলোনায় ফেরার গুঞ্জন প্রতিনিয়তই বাড়ছে। আদৌ কি শৈশবের ক্লাবে ফিরবেন রোজারিওতে জন্ম নিয়ে বার্সায় বেড়ে উঠা সেই ছোট্ট ছেলেটি? উত্তর দেয়া কঠিন।

তবে বার্সার ভাইস প্রেসিডেন্ট রাফা ইউসতের বরাত দিয়ে ফুটবল বিষয়ক জনপ্রিয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলেছেন, মেসিকে বার্সায় ফেরানোর জন্য প্রক্রিয়া চলমান। আর্জেন্টাইন তারকার সঙ্গে এরইমধ্যে নাকি বার্সার পক্ষ থেকে যোগাযোগও করা হয়েছে।

এ অবস্থায় ফ্রান্সের গণমাধ্যম জানায়, মেসির সঙ্গে উপযুক্ত চুক্তিতে পৌঁছাতে, পূর্বের চুক্তিতে থাকা একটি ধারাও উন্মুক্ত করে দিবে তারা। এছাড়া ক্লাবটি নাকি জানিয়েছে, নতুন চুক্তি করতে যা যা লাগবে তাতে সম্মত তারা।

Related Articles

Back to top button