দৈনিক খবর

শুটিংয়ে ডাল-আলুভাজা দিয়ে ভাত খাওয়ার সময় যা বললেন চঞ্চল চৌধুরী

অভিনয়গুনে দেশ পেরিয়ে পৌঁছে গেছেন বিশ্বজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষীদের কাছে। সেদিক থেকে কলকাতায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন এই অভিনেতা। বাংলাদেশি নাটক ও চলচ্চিত্রের জাত অভিনেতা চঞ্চল চৌধুরী।

চঞ্চল বর্তমানে ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমায় কাজ করছেন। এতে কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে তাকে। আর মৃণালের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী মনামী ঘোষ।

বর্তমানে চঞ্চল সিনেমাটির কাজের জন্য অবস্থান করছেন কলকাতায়। সেখানে মেকআপ রুমে ছিলেন। কিছুক্ষণ পরই তার শট। কিন্তু অভিনেত্রীকেও লাগবে। এ জন্য তিনিও মেকআপ নেয়া শুরু করেন। এই ফাঁকে ডাল-আলুভাজা দিয়ে ভাত খাওয়ার সময় আনন্দবাজার পত্রিকাকে জানালেন, টালিউডে বিশেষ কিছু দিয়েই অভিষেক করতে চেয়েছিলেন। আর যে চরিত্রে কাজ করছেন সেটি অনেক বড় চ্যালেঞ্জিং।

এদিকে, চঞ্চল সৃজিত সম্পর্কে বলেন, তার অনেক সিনেমা আগেই দেখেছিলাম। এ জন্য জানতাম কোন ধাঁচের সিনেমা বানায় সে। এখন কাজ করতে গিয়ে বুঝলাম, পরিচালক হিসেবে তার ভাবনাটা কতটা স্পষ্ট। এ অভিনেতাকে সচরাচর সিনেমায় দেখা যায় না। তবে সিনেমায় তার পদার্পণ মানেই দর্শকমহলে অন্যরকম আনন্দ-উল্লাস। কারণ, চরিত্র ও গল্প নির্বাচনে কোনো ছাড় দেন না তিনি। বেছে কাজ করেন বলেই ‘পদাতিক’-এ রাজি হয়েছেন। বিশেষ কোনো কাজ দিয়ে টালিউডে অভিষেক করতে চেয়েছিলেন বলেও জানান।

তার ভাষ্যমতে, মৃণাল সেনের চরিত্রটি যেকোনো শিল্পীর জন্য অনেক বড় চ্যালেঞ্জ। যেকোনো বায়োপিকেই দর্শকরা চরিত্র হুবহু মেলানোর চেষ্টা করে। কিন্তু অন্য একজন মানুষের সঙ্গে হুবহু মিলে যাওয়া তো সম্ভব নয়। যদিও শুরুতে কিছুটা ভয় লাগছিল। চরিত্র হয়ে উঠার জন্য আমায় অনেকভাবে সহযোগিতা করেছে সে। তবে সৃজিত অনেক সাহায্য করেছে।

Related Articles

Back to top button