দৈনিক খবর

২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলো বাংলাদেশ

এবার অনূর্ধ্ব-২০ নারী সাফের ফাইনালে নেপালের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশের মেয়েরা। গোল করেছেন শাহেদা আক্তার রিপা ও শামসুন্নাহার জুনিয়র। চোট থাকায় ভুটানের বিপক্ষে ম্যাচে বিশ্রাম পেয়েছিলেন সোহাগী কিসকু ও মাহফুজা খাতুন। তিন দিনের বিশ্রাম শেষে ফাইনালের একাদশে ফেরেন দুজনেই। একাদশের বাইরে আইরিন খাতুন ও উন্নতি খাতুন।

আজ কমলাপুর স্টেডিয়ামে খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই এসেছিল গোলের সুযোগ। নেপালি গোলরক্ষক কবিতা বল বিপদমুক্ত করতে না পারায় উন্মুক্ত পোস্টে শট নিয়েছিলেন আকলিমা খাতুন। তবে নেপালের ভাগ্য ভালো, শট লক্ষ্যে থাকেনি। ১৮তম মিনিটে শামসুন্নাহারের বাড়ানো বলে বক্সে আড়াআড়ি পাস বাড়ান রিপা, সেখানে আকলিমার শট ঝাঁপিয়ে আটকান গোলরক্ষক কবিতা। দ্বিতীয় প্রচেষ্টায় বল গ্লাভসে নেন তিনি।

ম্যাচের ৩৬তম মিনিটে প্রথমবার গোছাল আক্রমণে ওঠে নেপাল। বাম প্রান্ত থেকে মমতা পুনের ক্রসে শরীর ঘুরিয়ে আমিশা কার্কির শট চলে যায় পোস্টের পাশ ঘেঁষে। পরের মিনিটেই পাল্টা যায় বাংলাদেশ। বক্সের কোনা থেকে শাহেদা আক্তার রিপার গতির শট দূরের পোস্ট দিয়ে বাইরে চলে যায়। সেখানে আকলিমা ও শামসুন্নাহার কেউই ছুটে গিয়েও বলের নাগাল পাননি।

ম্যাচের ৪২তম মিনিটে রিপার দারুণ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বল নিয়ে বক্সে ঢুকে পড়া আকলিমাকে আটকালেও নেপালের ডিফেন্ডার কুমারি তামাংয়ের দুর্বল ক্লিয়ার বক্সের বাইরে পেয়ে ফাঁকা পোস্টে বল জড়ান রিপা। এগিয়ে যাওয়ার আনন্দে মাতে স্বাগতিকরা।

এদিকে প্রথমার্ধেই ব্যবধান বাড়ায় বাংলাদেশ। গোল করেন অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র। নিজেদের অর্ধ থেকে রিপার বাড়ানো বলে দারুণ দক্ষতায় দুই নেপালি ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে আগুয়ান গোলরক্ষকে বোকা বানিয়ে বল জালে পাঠান শামসুন্নাহার।

Related Articles

Back to top button