দৈনিক খবর

৭ গোলের নাটকীয় ম্যাচে পিএসজিকে জেতালেন মেসি

খড়ার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল মেসি-নেইমারদের পিএসজি। টানা তিন ম্যাচ হেরে ছন্নছাড়া হয়ে গিয়েছিল তারা। চতুর্থ ম্যাচ খেলতে নেমেও পরাজয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন তারা। তবে শেষ ৮ মিনিটে এমবাপ্পে এবং মেসির গোলে জয় স্বাদ পায় পিএসজি।

পার্ক দ্য প্রিন্সেসে রবিবার (১৯ ফেব্রুয়ারি) লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। এই জয়ের ম্যাচে দলটির তিন তারকা ফরোয়ার্ড এমবাপ্পে, নেইমার এবং মেসি জালের দেখা পেয়েছেন। এর মধ্যে জোড়া গোল এমবাপ্পের। আর একটি করে গোল করেছেন নেইমার এবং মেসি।

এদিন নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সে ১১ মিনিটেই দলকে লিড এনে দেন দলের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এর ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। তবে খেলার ২৪ মিনিটে ব্যবধান কমান বাফোদে দিয়াকেট। এতে প্রথমার্ধ শেষ হয়েছে ২-১ গোল ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছেড়ে যান নেইমার। এসময় তার চোখেমুখের অভিব্যক্তিতে ছিল তীব্র চোটের বেদনা। নেইমার মাঠ ছাড়ার ৭ মিনিট পরই পেনাল্টি পায় লিলে। এসময় স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান জোনাথন ডেভিড। এরপর ৬৯ মিনিটে জোনাথন বাম্বার গোলে এগিয়ে যায় সফরকারীরা।

পিছিয়ে পড়ে গোল শোধাতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। তবে বল জালে জড়াতে পারছিলো না। এক সময় মনে হচ্ছিলো ৩-২ ব্যবধানেই শেষ হবে ম্যাচ। কিন্তু রোমাঞ্চ তখনও বাকি। খেলার ৮৭ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান এমবাপ্পে। আর অতিরিক্ত সময়ে ফ্রি কিক থেকে গোল করে লিলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মেসি।

এই জয়ে ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে সবার উপরেই টিকে থাকল পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইর পয়েন্ট ২৩ ম্যাচে ৪৯। আর ২৪ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিলে রয়েছে পঞ্চম স্থানে।

Related Articles

Back to top button