দৈনিক খবর

বিনোদন জগতে শোকের ছায়া, বিমান দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী

গত রোববার (১৫ জানুয়ারি) সকালে নেপালের পোখরায় বিমান দুর্ঘটনায় প্রাণ হারান দেশটির অত্যন্ত জনপ্রিয় ও আলোচিত কণ্ঠশিল্পী নীরা ছান্তিয়াল। বিমানটিতে মোট ৭২ জন আরোহী ছিলেন। তাদের কাউকেই জীবিত উদ্ধার করতে পারেনি দেশটির আইশৃঙ্খলা বাহিনী। এদিকে এ দুর্ঘটনায় গুণী এই শিল্পীর মৃত্যুর খবরে রীতিমতো শোকের ছায়া বিরাজ করছে তার অগণিত ভক্ত-শুভাকাঙ্খীদের মাঝে।

নীরার বোন হীরা ছান্তিয়াল শেরচান দেহ শনাক্ত করে নিশ্চিত করে জানান, নীরা মকর সংক্রান্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের জন্য পোখারা যাচ্ছিলেন। মৃত্যুর আগে ফেসবুকে তার শেষ পোস্টে নীরা লিখেছিলেন, ‘কাল পোখরায় অনেক মজা হবে। ‘

জানা গেছে, বিমানটিতে ফ্লাইট অ্যাটেনডেন্ট ও যাত্রীসহ মোট ৭২ জন ছিলেন। ৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা জানিয়েছেন, বিমানটিতে ২ শিশুসহ ১০ জন বিদেশি নাগরিক ছিলেন।

বিমানবন্দরের দেওয়া তথ্য অনুযায়ী, ফ্লাইটে ৫৩ জন নেপালি, ৫ ভারতীয়, ৪ রাশিয়ান, একজন আইরিশ, দুই কোরিয়ান, একজন আর্জেন্টিনার এবং একজন ফরাসি নাগরিক ছিলেন।

বিমানটি দুর্ঘটনার কবলে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসেন উদ্ধারকারী দল। এ সময়ে তারা কাউকেই জীবিত যুদ্ধ করতে পারেনি।

Related Articles

Back to top button