Internationalদৈনিক খবর

এবার চারতলা ভবনে ভয়াবহ আগুন, প্রাণ গেল এক সাথে ১৬ জনের

গতকাল শনিবার (১৫ এপ্রিল) দুপুরে দুবাইয়ে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এবং সেই গুরুতর আহত হয়েছে প্রায় ১০ জনের মতো। দেশটির এক সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র বলেছেন, “আমরা স্থানীয় সময় দুপুর ১২:৩৫ নাগাদ আগুনের খবর পেয়েছি।” তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভবনের বাসিন্দাদের সরিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করে। পোর্ট সাইদ ও হামরিয়া ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেছে। দুপুর ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে নিরাপত্তা ও নিরাপত্তা নীতিমালা না মানার কারণে ভবনটিতে আগুন লেগেছে। তবে অধিকতর তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভবনের একটি দোকানের এক কর্মচারী বলেন, আমরা একটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছি। প্রাথমিকভাবে আমরা বুঝতে পারিনি আসলে কী হয়েছে। পরে, ধোঁয়া এবং জানালা থেকে আগুনের শিখা দেখতে পাই।

এদিকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিপুল ভাইরাল হতে দেখা যায়। এতে দেখা যায়, ঘটনাস্থল থেকে কালো ধোয়া উড়ছে এবং ভবনটির জানালা দিয়ে আগুন বাইরে বেরিয়ে আসতে চাইছে।

Related Articles

Back to top button