দৈনিক খবর

পরীমণির সিনেমা দেখতে প্রসেনজিতের আহ্বান

সম্প্রতি মুক্তি পেয়েছে পরীমণি ও সিয়ামের নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা পরীমণি ও সিয়াম আহমেদ।ছবিটি মুক্তির আগে থেকেই বেশ প্রচারণা চালিয়েছেন পরী।সেই সঙ্গে ছবিটি দেখা জন্য আমন্ত্রণ জানিয়েছে ‘বিশ্ব সুন্দরী’ খ্যাত এই অভিনেত্রী। তিনি বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে সময় কাটিয়েছেন ছাত্র-ছাত্রীদের সঙ্গে।

এদিকে কলকাতায় অবস্থান করায় প্রচারণায় উপস্থিত থাকেত পারেননি সিয়াম। কিন্তু সশরীরে হাজির না থাকলেও কলকাতা থেকেই এক ভিডিও বার্তায় ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ওই ভিডিওতে দেখা যায়, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ দেখতে আহ্বান জানাচ্ছেন কলকাতার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

ওপার বাংলার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরুফে বুম্বাদা বলেন, আমি ভীষণ আনন্দিত যে, সিয়াম-পরীর নতুন ছবিটি মুক্তি পেয়েছে; যেটা বিশেষ করে বাচ্চাদের জন্য নির্মিত হয়েছে। এই গল্পটা অনেক বছর আগে পড়েছিলাম। সেই গল্প নিয়ে ওরা ছবি তৈরি করেছে, তোমরা সবাই হলে গিয়ে ছবিটি দেখবে।

চলচ্চিত্রের এই নায়ক আরও জানান, দুই বছর পরপর ‘কাকাবাবু’ করি শিশুদের জন্য। আসলে বাচ্চাদের জন্য ছবি কম নির্মাণ করা হয়। তাই এটা সবার জন্য বড় সুযোগ বলে মনে করছি। সবাই হলে গিয়ে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি দেখো। আমিও অপেক্ষায় থাকব সিনেমাটি দেখার জন্য।

পরীমণি ও সিয়াম ছাড়া আরও অভিনয় করেছেন কচি খন্দকার, আজাদ আবুল কালাম, শহীদুল আলম সাচ্চু, আবু হুরায়রা তানভীরসহ প্রায় ২০ জন শিশুশিল্পী। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল।

Related Articles

Back to top button