দৈনিক খবর

১০ রানে অলআউট গোটা দল, প্রতিপক্ষ জিতে গেল ২ বলে

মাত্র ১০ রানে অলআউট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লজ্জাজনক বিশ্বরেকর্ড গড়েছে ব্রিটেনের অন্তর্ভূক্ত আইল অব ম্যান নামক দেশ। দলটির ১১ ব্যাটার মিলে করেন ১০ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে কোনো দেশ এত কম রানে অলআউট হয়নি। রোববার (২৬ ফেব্রুয়ারি) স্পেনের বিপক্ষে সিরিজের ষষ্ঠ ও শেষ টি-টোয়েন্টিতে ১০ রানে অলআউট হয় ব্রিটেনের অন্তর্ভূক্ত আইল অব ম্যান। ১১ রানের জবাবে ব্যাট করতে নেমে দুই বলেই ম্যাচ জিতে নেয় স্পেন। এতোদিন এই রেকর্ড ছিল তুরস্কের দখলে। তারা অলআউট হয়েছিল মাত্র ১৯ রানে। এবার সেই রেকর্ড ভেঙে আইল অব ম্যান অলআউট হলো মাত্র ১০ রানে।

এদিকে স্পেনের বিপক্ষে কার্তাফেনায় টস হেরে আগে ব্যাট করতে নামে আইল অব ম্যান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ৮.৪ ওভারের মাথায় তারা অলআউট হয়ে যায় ১০ রানে। ১০ রানের ইনিংসে না ছিল কোনো বাউন্ডারি, ছক্কার তো প্রশ্নই আসে না। ব্যাট হাতে আইল অব ম্যানের জোসেফ বুরোস ৭ বলে সর্বোচ্চ ৪ রান করেন। ২টি করে রান করেন জর্জ বুরোস, লুক ওয়ার্ড ও জ্যাকোব বাটলার। বাকি ৭ ব্যাটসম্যানের প্রত্যেকে আউট হয়েছেন শন্যরানে।

স্পেনের মোহাম্মদ কামরান ৪ ওভার বল করে ৪ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৪ উইকেট শিকার করেন। তার মধ্যে এক ওভার আবার মেডেনও ছিল। আতিফ মেহমুদ ৪ ওভারে ২ মেডেনসহ ৬ রান দিয়ে নেন ৪টি উইকেট। লর্নে বার্নস ৪ বল করে কোনো রান না দিয়ে ২টি উইকেট নেন। ১১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২ বলেই জয় তুলে নেয় স্পেন। আওয়াইজ আহমেদ পর পর দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। আর অতিরিক্ত খাত (নো বল) থেকে আসে ১ রান।

‘আইল অব ম্যান’ ২০০৪ সালে আইসিসির স্বীকৃতি পায়। আর ২০১৭ সালে তারা আইসিসির সহযোগী সদস্যপদ পায়। এরপর থেকে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপের উপ-আঞ্চলিক বাছাইপর্বে খেলে আসছে। যদিও এখন পর্যন্ত তারা বাছাইপর্বের বাঁধা পেরুতে পারেনি।

Related Articles

Back to top button