দৈনিক খবর

পিএসজি মেসিকে উপেক্ষা করে এমবাপ্পেকে সব ক্ষমতা দিয়েছে: ডি মারিয়া

বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া প্রায় ৮ বছর খেলেছেন পিএসজিতে। ফরাসির এই দলটিতে লিওনেল মেসির সঙ্গেও খেলেছেন একটি মৌসুম। বর্তমানে জুভেন্টাসের হয়ে খেলা ডি মারিয়া শেয়ার করেছেন পিএসজির কিছু অভিজ্ঞতা।

ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমকে দেওয়া সাক্ষাতকারে দি মারিয়া বলেন, ‘আমি মনে করি, ফ্রান্স এমবাপ্পেকে অনেক দায়িত্ব দিয়েছে। দেশটির জনগণ, প্রেসিডেন্ট, পিএসজি তাকে অনেক গুরুত্ব দেয়। সে ক্লাব ছাড়তে চেয়েছিল। ঠিক তখনই ইতিহাসের সেরা ফুটবলারকে (মেসি) উপেক্ষা করে এমবাপ্পেকে সব ক্ষমতার অধিকারী বানানো হয়েছে।’

ডি মারিয়া আরও বলেন, ‘এমবাপ্পেকে সব ক্ষমতা দেওয়ার কারণ হলো সে ফ্রান্স জাতীয় দলের ফুটবলার। সে দেশটিতে জন্মগ্রহণ করেছে। দেশের হয়ে বিশ্বকাপ জিতেছে ও। সামনে তার উজ্জ্বল ক্যারিয়ার পড়ে আছে। আমি যখন পিএসজিতে ছিলাম সে খুব ছেলে ছিল। আমি মনে করি না যে সে বদলে গেছে।’

Related Articles

Back to top button